promotional_ad

আরেকটি ফাইনাল, ভাগ্য বদলাবে বাংলাদেশের?

promotional_ad

নিদাহাস ট্রফির ফাইনালে রবিবার ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায়। এর আগেও চারটি টুর্নামেন্টের ফাইনাল খেলেছে বাংলাদেশ দল। পরিসংখ্যান বলে এর সব কটিতেই হেরেছে টাইগাররা।


তবে, চলতি ত্রিদেশীয় টি২০ সিরিজে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া দাপুটে দুটি জয় ফাইনালে বাংলাদেশ দলকে আত্মবিশ্বাস দিবে। অন্যদিকে, ভারত চলতি সিরিজে প্রথম ম্যাচ হেরে শুরু করলেও। এরপরের তিন ম্যাচে টানা দাপুটে জয়ে সবার আগে ফাইনালে উঠেছে ভারত।


ফাইনালে অবশ্য ভারতই এগিয়ে, পরিসংখ্যান ঘেটে দেখা গেছে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ৭ টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। এর সবকটিতেই হেরেছে টাইগাররা। তবে, সাম্প্রতিক পারফরমেন্স আশা যোগাচ্ছে বাংলাদেশ দলকে। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইনজুরি কাটিয়ে বাংলাদেশ দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।


দলের সেরা পারফর্মাফকে ফিরে পেয়ে বেশ স্বস্তিতেই আছে টাইগাররা। তবে, টাইগার টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে চলতি সিরিজে টাইগার বোলারদের বাজে পারফরমেন্স। যদিও শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে দাপুটে শুরুর পর শেষ দিকে খেই হারিয়ে ফেলেছে টাইগার বোলাররা।



promotional_ad

তারপরও, টাইগার টিম ম্যানেজমেন্ট আশাবাদী ফাইনালে দলের বোলাররা জেগে উঠবেন। এদিকে, ভারতীয়দের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ফিল্ডিং। বাংলাদেশ দলের বিপক্ষে চলতি সিরিজে দ্বিতীয় সাক্ষাতের ম্যাচে পাঁচটি ক্যাচ মিস করেছেন ভারতীয় ফিল্ডাররা। ফাইনালে একই ভুল করলে টাইগাররা সেই সুযোগ লুফে নিবে।


তাই এই জায়গায় বিশেষ নজর দিতে হচ্ছে ভারতীয়দের। টি২০ ক্রিকেটে এই দুই দলের সাক্ষাতে সর্বোচ্চ রান সংগ্রাহক শিখর ধাওয়ান। এই ভারতীয় ওপেনার ১৩ ইনিংসে বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে করেছেন ৪৫৮ রান।


ভারতের বিপক্ষে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক সৌম্য সরকার। ১৩ ইনিংস ব্যাট করে ভারতের বিপক্ষে ৩৩৫ রান করেছেন এই টাইগার বাঁহাতি। উইকেট শিকারেও ভারতীয়দের জয় জয়কার। বাংলাদেশের বিপক্ষে ৬৫.৩ ওভার বল করে য়ুযবেন্দ্র চাহালের শিকার ২৯ উইকেট।


আর বাংলাদেশীদের মধ্যে ৩৯.২ ওভার বল করে ২৯ উইকেট শিকার করে সবচেয়ে সফল টাইগার পেসার রুবেল হোসেন। নিদাহাস ট্রফির ফাইনালে দুই দলই বোলারদের দিকে তাকিয়ে। যে দলের বোলাররা ভালো বল করবেন তাদেরই জয় পাওয়ার সম্ভাবনা বেশি।



পিচ ও কন্ডিশনঃ বরাবরের মতোই প্রেমাদাসার উইকেট হবে ব্যাটিং সহায়ক। তবে, স্পিনাররাও এই উইকেট থেকে ভালো সহায়তা পাবেন। এই সিরিজে একটি ম্যাচে বৃষ্টি বাঁধা দিলেও ফাইনালে বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে নির্বিঘ্ন একটি ফাইনাল দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball