promotional_ad

সাকিবের ফিরে আসা অনেক স্বস্তিরঃ মাশরাফি

promotional_ad

ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন বাংলাদেশ দলের টি২০ অধিনায়ক সাকিব আল হাসান। ফিরেই অধিনায়ক হিসেবে স্বাগতিকদের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচ জিতিয়েছেন এই অলরাউন্ডার।


সাকিবের অভাবেই বাংলাদেশ দল আগের ম্যাচগুলোতে পিছিয়ে ছিল বলে মনে করেন টাইগারদের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা। সাকিবের ফিরে আসা অনেক স্বস্তির বলেও মন্তব্য করেছেন তিনি।


এই প্রসঙ্গে মাশরাফি বলেন, "সাকিবের অভাবেই যে ম্যাচগুলোতে আমরা পিছিয়ে ছিলাম এটাতো পরিষ্কার। বলতে পারেন সাকিব বাংলাদেশ দলের জন্য অনেক কিছু। সাকিবের ফিরে আসা আমাদের জন্য অনেক স্বস্তির। বাংলাদেশের ক্রিকেটের জন্য স্বস্তির।"



promotional_ad

নিদাহাস ট্রফির ফাইনালে রবিবার ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ফাইনালে সফল হওয়ার উপায়ও বাতলে দিয়েছেন মাশরাফি। তিনি জনিয়েছেন, "আমার মনে হয় শেখর ধাওয়ান ও রোহিত শর্মার উইকেট যদি আমরা দ্রুত তুলে নিতে পারি। তাহলে, ম্যাচটা আমাদের হাতে থাকবে।"


নিদহাস কাপে লঙ্কানদের বিপক্ষে প্রথম দেখায় ২১৫ রান তাড়া করে ইতিহাস গড়ে জিতেছিল বাংলাদেশ। পরের ম্যাচ জিতল রোমাঞ্চকরভাবে। বাংলাদেশের এ পর্যন্ত সব টি-টোয়েন্টির মধ্যে এই দুটোকেই এগিয়ে রাখলেন ওয়ানডে অধিনায়ক।


মাশরাফির মতে, "বাংলাদেশের সেরা দুই টি-টোয়েন্টি যদি হিসাব করা হয় তাহলে এই নিদহাস ট্রফিতেই দুইটা হবে। মুশফিক যেভাবে আগেরটা জেতালো। কালকে রিয়াদ করল। কোন অংশে তামিমের অবদান কম না, লিটনেরও অবদান ছিল। কাল তামিম আউট না হলে আরও আগে জিততে পারতাম। দুই ম্যাচেই তামিমের বিশাল অবদান আছে।"




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball