টাইগারদের দোষের কিছু দেখছেন না মাশরাফি

ছবি:

নিদাহাস ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে উত্তেজনায় ঠাসা এক ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ দল। তবে, এই ম্যাচের শেষ ওভারটি ছিল নাটকীয়তায় ভরপুর। অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় চলছে আলোচনা-সমালোচনা।
ঘটনাটি ম্যাচে বাংলাদেশের ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলের পর। ব্যাটসম্যান মুস্তাফিজকে টানা দ্বিতীয় বল শর্ট করেছিলেন লঙ্কান পেসার ইসুরু উদানা। ফলে এই বলটিকে নো ঘোষণা করার জন্য লেগ আম্পায়ারের কাছে আবেদন করেন টাইগার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ।
লেগ-আম্পায়ার সাড়াও দেন। কিন্তু বিপত্তি ঘটে লঙ্কান খেলোয়াড়রা এ ঘটনায় উল্টো আবেদন করলে। তখন মূল আম্পায়ার নো-বল নাকচ করে দেন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে। মাঠের বাইরে চতুর্থ আম্পায়ারকে বিষয়টি জানান বাংলাদেশ অধিনায়ক অধিনায়ক সাকিব আল হাসান।
চতুর্থ আম্পায়ার না মানলে এক পর্যায়ে মাঠের ক্রিকেটারদের বেড়িয়ে আসার নির্দেশ দেন অধিনায়ক সাকিব। তবে শেষমেশ আম্পায়ারের কথা মেনে নিয়েই ৩ বলে ১২ রান তুলে নিয়ে ১ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন টাইগার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ।

এই পুরো ঘটনাতে সতীর্থদের সমর্থন দিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেছেন, 'মাঠে ওটা হিট অব দ্য মোমেন্টে হয়েছে বলতে পারেন। আর যেটা বললাম নো-বলটা অবশ্যই আমাদের পক্ষেই আসার কথা ছিলো। আপনি দুইটা বাউন্সার মেরেছেন, এটাতো ক্রিকেটিং নিয়মে নেই। এটা টেস্ট ম্যাচ না। দ্বিতীয় বলে যেটা হয়েছে সেটা আমাদের পক্ষেই আসার কথা ছিলো।'
এই ঘটনা নিয়ে আলোচনার কিছু দেখছেন না এই টাইগার দলপতি, 'ওইখানে হয়তো যেটা হয়েছে আমরা আবেদন করেছিলাম। নো বলটা আমাদের পক্ষে আসবে। আবেদন করায় খারাপ কিছু দেখি না। চতুর্থ আম্পায়ার মাঠের বাইরে ছিলেন। হয়তোবা আরেকটু সংযত হয়ে করা যেত। তবে যেটা বললাম হিট অব দ্য মোমেন্টে এটা হয়ে গেছে। আমার মনে হয় না এটা নিয়ে আলোচনার তেমন কিছু আছে।'
তবে এই ঘটনায় জড়িত থাকায় এবং প্রতিপক্ষের খেলোয়াড়দের সাথে দ্বন্দ্বে জড়িয়ে জরিমানা গুনতে হয়েছে বাংলাদেশের দুই খেলোয়াড়কে। ম্যাচ ফি ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে অধিনায়ক সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহানের। সঙ্গে এই দুইজনের নামের পাশে যোগ হয়েছে ১ টি করে ডিমেরিট পয়েন্ট।
এমন হাই ভোল্টেজ ম্যাচে উত্তেজনা থাকেই বলে মত দিয়েছেন মাশরাফি, 'ওখানে আসলে কি হয়েছে ঠিক জানিনা। জানার পরে বলা যাবে। এতো আগে আমাদের মতামত দেওয়া ঠিক না। আর এ ধরনের ম্যাচে একটা উত্তেজনা থাকেই যেখানে জিতলেই ফাইনালে উঠবেন।'
এখানে টাইগার ক্রিকেটারদের দোষের কিছু দেখছেন না মাশরাফি। তবে, আরেকটু সংযত হওয়া যেত বলেও মনে করেন তিনি, 'এখানে আমি আমাদের দোষের কিছু দেখছি না। পাশাপাশি এটাও বলা যায় হয়তো আরেকটু সংযত হওয়া যেত। তবে শেষ পর্যন্ত আমি এটা মনে করি সঠিক ক্রিকেট খেলেই আমরা ম্যাচ জিতেছি। হিট অব দ্য মোমেন্টের অনেক কিছুই মাঠে হয়। '