promotional_ad

ভবিষ্যতে সতর্ক থাকবেন সাকিব

promotional_ad

ইনজুরির কারণে বেশ কিছুদিন জাতীয় দলের বাইরে ছিলেন বাংলাদেশ দলের টি২০ দলপতি সাকিব আল হাসান। ইনজুরির কারণে জাতীয় দলের হয়ে দুইটি টেস্ট ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ মিস করেছেন এই অলরাউন্ডার।


সেই সাকিবের নেতৃত্বেই নিদাহাস ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ দল। স্বাগতিকদের ২ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ দল।


এই ম্যাচের শেষ ওভারটি ছিল বেশ উত্তেজনা ও নাটকীয়তার। ম্যাচের দ্বিতীয় বলে নো বলকে কেন্দ্র করে সৃষ্টি হয় বিতর্ক। এ সময় আম্পায়ারদের সঙ্গে বাংলাদেশ দলের খেলোয়াড়দের কথা কাটাকাটি হয়।



promotional_ad

একসময় টাইগার অধিনায়ক সাকিব, মাহমুদুল্লাহ ও রুবেল হোসেনকে মাঠ ছেড়ে বেড়িয়ে আসার জন্যও নির্দেশ দেন। তবে নানা নাটকীয়তার পর দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন মাহমুদুল্লাহ। শেষ দিকে দুই দলের খেলোয়াড়দের মধ্যেও উত্তপ্ত বাক্য বিনিময় হয়।


ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, মাঠে যাই ঘটুক না কেন মাঠের বাইরে তারা সবাই বন্ধু। আর ভবিষ্যতে তিনি আরও সতর্ক থাকবেন।


সাকিব জানিয়েছেন, ‘মাঠের ভেতরের জিনিস মাঠে থাকা উচিত। আমরা খুবই ভালো বন্ধু। শুধু মাঠেই নয়, দুই ক্রিকেট বোর্ডের সম্পর্কটা অনেক ভালো। বিপদে-আপদে সবাই সবাইকে সহায়তা করে। শ্রীলঙ্কার অনেক খেলোয়াড় আমাদের লিগে খেলে, বিপিএলে খেলে। ওদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। তবে মাঠে চাইব আমার দল জিতুক। দলের জয়ের জন্য আমি যেকোনো কিছুই করতে পারি। আশা করি দুই দল এভাবেই বিষয়টা নেবে। এটা মাঠের ভেতরই থাকবে।’



তাছাড়া সাকিব জানিয়েছেন, টি২০ ম্যাচে এর চেয়ে বেশি উত্তেজনা ও আবেগ তিনি আশা করতে পারেননি। শেষ দিকে দল স্নায়ুচাপ ধরে রেখেছিল বলেও মন্তব্য করেছেন সাকিব।


এই প্রসঙ্গে সাকিব বলেন, ‘টি-টোয়েন্টি ম্যাচে আপনি এর চেয়ে আর আশা করতে পারেন না। অনেক রোমাঞ্চ, আবেগ। শ্রীলঙ্কা দলকে কৃতজ্ঞতা। শুরুতে পাঁচটি উইকেট হারিয়েও পরে কুসল ও থিসারার ব্যাটে তারা ভালো স্কোর করেছে। শেষ দিকে আমরা স্নায়ু ধরে রেখেছিলাম। আমি জানি ব্যাটিংয়ে আমি শতভাগ দিতে পারিনি। মাঠে সবসময় আমাদের হেলদি কম্পিটিশন থাকে। কিন্তু বাইরে আমরা বন্ধু। দলের নেতা হিসাবে আমাকে সতর্ক হতে হবে। ভবিষ্যতে আমি সতর্ক থাকব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball