promotional_ad

'এরকম প্রেশারের ম্যাচে এমন ব্যাটিং করাটা অবিশ্বাস্য'

promotional_ad

নিদাহাস ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচের শেষ তিন ওভারে জয়ের জন্য বাংলাদেশ দলের দরকার ছিল ৩৯ রান। ৫ রানে ব্যাট করছিলেন সাকিব আল হাসান আর ১৬ রান ছিলো মাহমুদুল্লাহর।     


তবে উদানার করা ১৭ তম ওভারের শেষ বলে ধনঞ্জয়ার হাতে ক্যাচ দিয়ে আউট হন অধিনায়ক সাকিব আল হাসান। ২ ওভারে তখনও দরকার ২৩ রান। কঠিন কাজটা আরও কঠিন হয়ে যায় মাহমুদুল্লাহর জন্য।


তবে শেষ পর্যন্ত দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন মাহমুদুল্লাহ। তবে কাজটা মোটেই সহজ ছিল না। মাহমুদুল্লাহ যোগ্য সঙ্গীর অভাবে নুইয়ে পড়েছিলেন।সাকিবের আউটের পরের ওভারে সিঙ্গেল নিতে গিয়ে রানআউট হয়ে ফিরলেন মেহেদী মিরাজ।



promotional_ad

শেষ ওভারে দরকার ছিলো ১২ রান। প্রথম বল ডট দিয়ে পরের বলেই রান আউট হয়ে সাজঘরে ফিরেন মুস্তাফিজুর রহমান। তবে স্ট্রাইক পেয়েই জ্বলে উঠলেন মাহমুদুল্লাহ। চার হাঁকিয়ে পরের বলে ২ রান।


পরের বলে ছক্কা হাঁকিয়ে ১ বল হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়েন মাহমুদুল্লাহ। ম্যাচ জিতিয়ে ফেরার পর বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান প্রশংসায় ভাসিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদকে।


এমন প্রেশারে থেকে ম্যাচ বের করে আনায় এই টাইগার ব্যাটসম্যানকে সাধুবাদ জানিয়েছেন সাকিব। ডেথ ওভারে নিজেদের বাজে ব্যাটিং পারফরম্যান্সের কথাও স্বীকার করে নিয়েছেন টাইগার দলপতি।



এই প্রসঙ্গে সাকিব বলেন, "আমারা শেষ পাঁচ ওভারে ক্লিন হিটিং করতে পারি না। যেটা উনি করেছে। সাধারণ ভাবে যদি চিন্তা করেন ৩০ বলে ৫০ এটা খুব বেশি রান না। আর টি২০ ক্রিকেটে এটা আপনি চেজ করবেনই। এটা আমাদের জন্য শেষের দিকে আসলে প্রেশার হয়ে যায় যদি শুরুতে ভালো না করি। এরকম প্রেশারের ম্যাচে এমন ব্যাটিং করাটা অবিশ্বাস্য।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball