promotional_ad

ভুল লেগ আম্পায়ারের?

promotional_ad

নিদাহাস ট্রফিতে উত্তেজনাপূর্ণ গ্রুপ পর্বের শেষ ম্যাচের শেষ ওভারে এক অন্য নাটক মঞ্চায়ন হয়েছে। শেষ ওভারের এক পর্যায়ে দুই ব্যাটসম্যানকে বেরিয়ে আসতে ইশারা দিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান।


তবে শেষ পর্যন্ত মাঠে থেকেই দলকে অবিশ্বাস্য ভাবে  জিতিয়ে মাঠ ছেড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। উত্তেজনার শুরু শেষ ওভারের দ্বিতীয় বলকে কেন্দ্র করে। ইসুরু উদানা মুস্তাফিজুর রহমানকে আগের বলটিও শর্ট করেছিলেন।


টি-টোয়েন্টিতে ওভারে সর্বোচ্চ একটি বল কাঁধের ওপর দিয়ে করা যায়। ফলে, দ্বিতীয় বলটি নো বলের আবেদন করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। লেগ আম্পায়ার নো বলের সংকেতও দেন।



promotional_ad

তবে লঙ্কানদের প্রতিবাদের মুখে দুই আম্পায়ার আলোচনা করে ‘নো বল’ তুলে নেন। এরপরই প্রকাশ্যে প্রতিবাদ শুরু করে বাংলাদেশ দল। ক্ষণে ক্ষণে আম্পায়ারের সাথে কথা বলতে দেখা যায় মাহমুদুল্লাহ রিয়াদকে। 


অধিনায়ক সাকিব মাঠের বাইরে থেকেই প্রতিবাদ করেছিলেন। সীমানায় দাঁড়িয়ে থাকা সাকিবকে দেখা যায় ভীষণ উত্তেজিত। এক পর্যায়ে ক্ষুব্ধ অধিনায়ক হাতের ইশারায় মাঠের বাইরে চলে আসতে বলেন ব্যাটসম্যানদের।


সেইসময় রিয়াদ-রুবেলরা বেরিয়ে আসলে শ্রীলঙ্কাকে জয়ী ঘোষণা করতে হতো। তবে সেটা হয়নি। জয় নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ দল। সংবাদ সম্মেলনেও এই উত্তেজনার কথা উঠে আসে। এক প্রশ্নের জবাবে সাকিব এই ঘটনার পুরো ব্যাখ্যা দিয়েছেন।



সাকিব বলেছেন, "এটা নিয়ে আমি আসলে কিছু বলতে চাই না। এটা লেগ আম্পায়ার নো বল কল করেছিল। তারপর তারা আলোচনা করলো এটা ক্যাচ হয়েছে কি না। আমি জানি না এটা সঠিক সিদ্ধান্ত কিনা। আমি জানি না প্রথম টা বাউন্সার কাউন্ট করেছিল কি না। দ্বিতীয় বলটা আম্পায়ার নো বল কল করেছে।  এটাই হয়েছিল সেখানে।"


এই ভুলকে স্বাভাবিক ভাবেই দেখছেন বাংলাদেশ দলপতি। এগুলো ভুলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি, "আমরা সবাই মানুষ। আমাদের সবারই ভুল হতে পারে। এগুলো ভুলে আমাদের সামনে এগিয়ে যাওয়া উচিত। "



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball