ইতিহাস গড়লেন মাশরাফিদের ধসিয়ে দেওয়া ইয়াসিন

ছবি:

ফতুল্লায় ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) খেলায় গাজি গ্রুপের সামনে পাত্তাই পেলো না মাশরাফির আবাহনী। ২৬.১ ওভারে মাত্র ১১৩ রানেই গাজি গ্রুপের কাছে অলআউট হতে হয়েছে তাদের।
এদিনে গাজি গ্রুপের বোলার ইয়াসিন আরাফাত মিশুর তোপের কাছেই উড়ে যায় আবাহনী। ৮.১ ওভার করে ৪০ রান দেন ১৯ বছর বয়সী স্পিনার মিশু। বিনিময়ে আঁটটি উইকেট তুলে নেন তিনি।
আবাহনীর ব্যাটসম্যানদের মধ্যে সাইফ হাসান, নাজমুল হাসান শান্ত, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, মানান শর্মা, মাশরাফী বিন মর্তুজা, সানজামুল ইসলাম ও আরিফুল ইসলামের উইকেট নেন ইয়াসির। আর বাকী দুই উইকেট তুলে নেন টিপু সুলতান।

ক্যারিয়ারের তৃতীয় লিস্ট-এ ম্যাচে আট উইকেট নিয়ে দারুণ এক রেকর্ড গড়েছেন মিশু। লিস্ট-এ ম্যাচে এক ইনিংসে বাংলাদেশের কোনো বোলার আগে এতগুলো উইকেট নেননি।
এদিনে অবশ্য ডাক মেরেছেন আবাহনীর পাঁচ ব্যাটসম্যান। এরা হলেন, নাজমুল হোসেন শান্ত, অধিনায়ক নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, সানজামুল ইসলাম এবং আরিফুল ইসলাম সবুজ।
এদিকে ১১৪ রানের লক্ষ্যে খেলতে নেমে আস্তে আস্তে এগোচ্ছে গাজি গ্রুপের ব্যাটসম্যানরা। এই রিপোর্ট লিখার সময় ২৪ ওভারে তাদের সংগ্রহ দুই উইকেটের বিনিময়ে ৮৪। উইকেটে আছেন অধিনায়ক জহরুল ইসলাম (৪৪*) এবং ফাওয়াদ আলম (১৭*)।
আবাহনী একাদশঃ- এনামুল হক, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, নাসির হোসেন (অধিনায়ক), মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মানান শর্মা, মাশরাফি বিন মর্তুজা, সাঞ্জামুল ইসলাম, আরিফুল ইসলাম সবুজ, সন্দিপ রয়।
গাজি গ্রুপ একাদশঃ- জহরুল ইসলাম (অধিনায়ক), মেহেদী হাসান, মমিনুল হক, ইয়াসিন আরাফাত, আসিফ আহমেদ, ফাওয়াদ আলম, জাকের আলী (উইকেটরক্ষক), নাইম হাসান, টিপু সুলতান, নাদিফ চৌধুরী, কামরুল ইসলাম রাব্বি।