নিষিদ্ধ হওয়ার পরেও ঝলক দেখাচ্ছেন রাবাদা

ছবি:

পোর্ট এলিজাবেথ টেস্টে অতিমাত্রায় স্লেজিং করে দুই টেস্টে নিষিদ্ধ হয়েছেন আফ্রিকান পেসার ক্যাগিসো রাবাদা। তবে তারপরেও ঝলক দেখাচ্ছেন তিনি। আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার হিসেবে নির্বাচিত হয়েছেন সাম্প্রতিক পারফর্মেন্সে।
পুরো ম্যাচে তার ১৫০ রানের বিনিময়ে ১১ উইকেটই তাকে এমন কীর্তি এনে দিয়েছে। আর এক নম্বর বোলার হওয়ার পথে ৯০০ রেটিং পয়েন্টও ???র্জন করেছেন কৃষ্ণাঙ্গ এই পেসার। স্বদেশী শন পোলক, ভারনন ফিল্যান্ডার এবং ডেল স্টেইনের পরে তিনিই ৯০০ রেটিং পয়েন্ট পাওয়া প্রোটিয়া বোলার।

তবে দক্ষিণ আফ্রিকার জন্য দুঃসংবাদ, আগামী দুই ম্যাচে তাকে দলে পাচ্ছে না তারা। কেননা পোর্ট এলিজাবেথ টেস্টে দুই দফায় আইসিসির সতর্কতার শিকার হয়েছেন রাবাদা।
একবার অজি অধিনায়ক স্টিভ স্মিথের সঙ্গে ধাক্কাধাক্কি করে, আরেকবার অজি সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে ড্রেসিং রুমের ইশারা দেখিয়ে। অবশ্য আগে থেকেই রাবাদার নামের পাশে ছিল পাঁচটি ডিমেরিট পয়েন্ট। আর এবার নতুন করে যুক্ত হল আরও তিনটি ডিমেরিট পয়েন্ট। সব মিলিয়ে তার ডিমেরিট পয়েন্ট আট। আর তাতেই দুই টেস্টের জন্য নিষিদ্ধ তিনি।