দ্বিতীয় দ্রুততম মুশফিক

ছবি:

শনিবার ব্যাট হাতে নিজের সামর্থ্যের জানান আরো একবার দিয়েছেন টাইগারদের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন মাত্র ৩৫ বলে ৭২ রানের একটি বিস্ফোরক ইনিংস।
আর তাঁর এই ক্যামিওতে ভর করেই লঙ্কানদের হারিয়ে ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। লঙ্কানদের ছুঁড়ে দেয়া ২১৫ রানের লক্ষ্য ২ বল হাতে রেখেই ৫ উইকেটে জিতে নিতে সক্ষম হয় টিম টাইগার্স।
এদিন মাত্র ২৪ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করেছিলেন টাইগারদের উইকেটরক্ষক ব্যাটসম্যান। আর এর ফলে দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েন তিনি।

মুশফিকের আগে এই রেকর্ডটি গড়েছিলেন সাবেক টাইগার অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জোহানেসবার্গে মাত্র ২০ বলে হাফসেঞ্চুরি করেছিলেন আশরাফুল।
তালিকার তৃতীয়তে রয়েছেন আবারো সেই মুশফিক। ২০১৩ সালে ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ২৮ বলে ফিফটি করেছিলেন মুশি। মুশফিকের পরের অবস্থানটি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। ২০১২ সালে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৯ বলে ফিফটি হাঁকান তিনি।
আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের দ্র??ততম হাফসেঞ্চুরি-
১। মোহাম্মদ আশরাফুল- ২০ বলে (প্রতিপক্ষ- ওয়েস্ট ইন্ডিজ, জোহানেসবার্গ ২০০৭)
২। মুশফিকুর রহিম- ২৪ বলে (প্রতিপক্ষ- শ্রীলঙ্কা, কলম্বো ২০১৮)
৩। মুশফিকুর রহিম- ২৮ বলে (প্রতিপক্ষ- নিউজিল্যান্ড, মিরপুর ২০১৩ )
৪। সাকিব আল হাসান- ২৯ বলে (প্রতিপক্ষ- আয়ারল্যান্ড, বেলফাস্ট ২০১২)