'হাথুরুর কথা ভুলে যান, অন্য কথা বলুন'

ছবি:

গত বছর বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব ছেড়ে দেয়ার পর থেকে চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে কম কথা হয়নি মিডিয়াতে। প্রায় প্রতিটি সংবাদ সম্মেলনেই বাংলাদেশের ক্রিকেটারদের কথা বলতে হয়েছে হাথুরুকে নিয়ে।
শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড রান তাড়া করে জেতার দিনও এর ব্যত্যয় ঘটেনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এদিনও হাথুরুসিংহেকে নিয়ে কথা বলতে হয়েছে টাইগার ওপেনার তামিম ইকবালকে।
আর এই বিষয় নিয়ে কথা বলতে তামিম যে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না এটি তাঁর কথাতেই স্পষ্ট বোঝা গিয়েছে এদিন। কেননা তিনি সরাসরিই বলে দিয়েছেন হাথুরু ইস্যু যেন এখানেই শেষ করা হয়। তামিম বলেন, 'তাঁর কথা ভুলে যান। সে চলে গিয়েছে। আর অন্য কি আছে কথা বলার সেটি নিয়ে বলুন।'

অবশ্য বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অবদানের কথাও অস্বীকার করেননি তামিম। কিন্তু অন্য দলের কোচ হিসেবে দায়িত্ব পালনের সময় তাঁকে নিয়ে কথা না বলাই ভালো হবে বলে মনে করেন তিনি। টাইগার ওপেনার বলছিলেন,
'হাথুরুসিংহে অনেক কিছু করেছে আমাদের জন্য, বিশেষ করে ওয়ানডেতে। তিনি অনেক অবদান রেখেছেন। আমার মনে হয় তাঁকে নিয়ে প্রশ্ন করা এখন আনফেয়ার হবে, যেহেতু তিনি অন্য দলকে কোচিং করাচ্ছেন।'
নিজেদের কোচিং স্টাফদের নিয়েও কথা বলেন তামিম। তাঁর ভাষ্যমতে, 'আমাদের এখন আলাদা কোচিং স্টাফ রয়েছে এবং তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে যেন দল ভালো পারফর্ম করতে পারে। সবথেকে ভালো হয় আমরা যদি এই বিষয়ে (হাথুরু) কথা না বলি।'