গ্রেফতার শ্রীলংকার জাতীয় দলের ক্রিকেটার!

ছবি:

শ্রীলঙ্কান এক ক্রিকেটারকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। রামিথ রামবুকওয়েলা নামক এই ক্রিকেটারকে শুক্রবার গ্রেফতার করে দেশটির পুলিশ।
শুক্রবার রাতে মদ খেয়ে মাতাল হয়ে গাড়ি চালানোর সময় তাকে আটক করে পুলিশ। শুধু তাই নয় মাতাল অবস্থায় শ্রীলঙ্কার দুই বিশ্ববিদ্যালয় ছাত্রের উপরও গাড়ি দিয়ে আক্রমন করেছিলেন তিনি।
শ্রীলঙ্কান পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করে সেদেশের পুলিশ জানায়, কলম্বোর নাওয়ালা রোড থেকে থাকে আটক করা হয় এবং পরদিন তাকে কোর্টে প্রেরন করা হয়

এই নিয়ে ১৮ মাসের মধ্যে দ্বিতীয়বারের মত গ্রেফতার হলেন এই ক্রিকেটার। এর আগে ২০১৬ সালে গাড়ি দুর্ঘটনায় তাকে আটক করেছিল সেদেশের পুলিশ। তার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে।
২০১৩ সালেও একটি ঘটনায় তিনি জড়িত ছিলেন তিনি। ২০১৩ সালে উইন্ডিজ এ দলের বিপক্ষে সিরিজ শেষ করে আসার সময় ৩৫০০০ ফুট উপর থেকে বিমানের দরজা খোলার চেষ্টা করে ফ্লাইটে আতঙ্ক সৃষ্টি করেছিলেন তিনি।
অনুর্ধ্ব ১৯ দলে থাকার সময় থেকেই তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছিল। যদিও তার বিষয়ে এখন পর্যন্ত শ্রীলঙ্কার বোর্ড আনুষ্ঠানিক ভাবে কিছু বলেনি এখনও।
তবে বোর্ডের একজন বিষয়টি স্বীকার করেছেন। লঙ্কান এই ক্রিকেটার জাতীয দলের হয়ে ২টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন ২০১৬ সালে।