অপরিবর্তিত বাংলাদেশ

ছবি:

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিদাহাস ট্রফিতে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলংকা। বাংলাদেশ সময় রাত ৭.৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
ইতিমধ্যে এই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
এদিকে আজকের এই ম্যাচে মাঠে নামার আগে অনেকটাই পিছিয়ে আছে বাংলাদেশ। কেননা দেশের মাটিতে লঙ্কানদের কাছে ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজে হারের পর চলমান নিদাহাস ট্রফির প্রথম ম্যাচেও ভারতের কাছে পরাজিত হতে হয়েছে তাদের।

অপরদিকে মুদ্রার উল্টো পিঠ শ্রীলঙ্কা শিবিরে। ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৫ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছিলো লঙ্কানরা। সুতরাং আত্মবিশ্বাসের দিক থেকে এগিয়ে আছে স্বাগতিকরা।
উপুল থারাঙ্গা, ধানুস্কা গুনাথিলাকা, কুসাল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুসাল পেরেরা, দাসুন শানাকা, থিসেরা পেরেরা, জীবন মেন্ডিস, আকিলা ধনঞ্জয়া, দুশমন্ত চামিরা, নুয়ান প্রদীপ।
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু।