কমে এসেছে বৃষ্টি

ছবি:

নিদাহাস ত্রিদেশীয় টি টোয়েন্টি ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামার কথা রয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা এবং সফরকারি বাংলাদেশের। সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটে পরাজিত হয়েছিলো টাইগাররা।
সুতরাং আজ সিরিজে ফেরার লক্ষ্য নিয়েই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে লড়বে বাংলাদেশ। তবে ইতিমধ্যে এই ম্যাচটি নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। কেননা আজ বিকেল থেকেই বজ্রসহ ভারি বৃষ্টি শুরু হয়েছে কলম্বোতে।

যদিও সর্বশেষ আপডেট অনুযায়ী জানা গেছে ইতিমধ্যে বৃষ্টি কিছুটা কমেছে। তবে এরপরেও মাঠ ঢেকে রাখা হয়েছে তেরপল দিয়ে। অবশ্য আবহাওয়ার পূর্বাভাস বলছে রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলম্বোতে। সুতরাং এমন চলতে থাকলে আজকের ম্যাচটি বাতিল হওয়ারও সম্ভাবনা রয়েছে।
তেমনটি হলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হবে। কেননা সিরিজের কোনো ম্যাচের জন্যই রিজার্ভ ডে রাখা হয়নি। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়ে সিরিজের শুভ সূচনা করেছিলো স্বাগতিক শ্রীলঙ্কা। এবার দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে মাঠে নামবে তারা।
শ্রীলঙ্কা স্কোয়াড- দীনেশ চান্দিমাল (অধিনায়ক ও উইকেটরক্ষক), সুরঙ্গা লাকমল, আমিলা আপনসো, দুশমন্ত চামিরা, আকিলা ধনঞ্জয়া, ধনঞ্জয়া ডি সিলভা, নুয়াদ প্রদীপ, দানুস্কা গুনাথিলাকা, কুশম মেন্ডিস, জীবন মেন্ডিস, কুশল পেরেরা, থিসারা পেরেরা, দাশুন শানাকা, উপল থারাঙ্গা, ইসুরু উদানা।
বাংলাদেশ স্কোয়াড- মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, সাব্বির রহমান, তামিম ইকবাল, সৌম্য সরকার, তাসকিন আহমেদ।