ফিরে আসুক কলম্বোর সুখস্মৃতি...

ছবি:

শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিদাহাস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলংকা। বাংলাদেশ সময় রাত ৭.৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ।
এই ম্যাচে মানসিকভাবে কিছুটা পিছিয়ে আছে বাংলাদেশ। কেননা গত বছরের শ্রীলংকা সফরের পর থেকে টি-টুয়েন্টি ফরম্যাটে জয় পায়নি বাংলাদেশ। শেষবার এই কলম্বোতেই জয় পেয়েছিলো টাইগাররা। এছাড়াও সাকিব আল হাসান দলের সঙ্গে না থাকায় এবার আরও ভুগছে তারা।
এই ম্যাচেও নিজেদের অবস্থান দুর্বল বাংলাদেশের। অথচ কয়েকদিন আগের খর্বশক্তির শ্রীলংকা এখন রীতিমতো ফেভারিট হয়েই মাঠে নামে। বাংলাদেশ দলের পিছিয়ে থাকার আরেক কারণ লঙ্কান হেড কোচের বস্তুনিষ্ঠ গেমপ্ল্যান।

টাইগারদের ডাগআউটে লম্বা সময় কাটিয়ে যাওয়া চান্দিকা হাথুরুসিংহের পরিকল্পনার কাছে দেশের মাটিতেই পাত্তা পায়নি বাংলাদেশ। আর এবার তো শ্রীলংকা স্বাগতিক।
বলা চলে কঠিন এক পরিস্থিতি অপেক্ষা করছে তাদের জন্য। এদিকে নিদাহাস ট্রফির সবগুলো খেলাই হচ্ছে একই স্টেডিয়ামে। উইকেট শুরুর দিকে ব্যাটিং বান্ধব থাকলেও ধীরে ধীরে স্পিনিং উইকেটে পরিণত হচ্ছে তা।
আর সেক্ষেত্রে কঠিন এক পরিস্থিতি অপেক্ষা করছে টাইগার ব্যাটসম্যানদের জন্য। সমানভাবে উইকেটটি কঠিন হতে পারতো লঙ্কানদের জন্যেও। তবে সাকিব বিহীন বোলিং আক্রমণ অনেকটাই নির্বিষ!
তবে নিজেদের দিনে বাংলাদেশ হারাতে পারে যেকোনো দলকেই। আর টাইগাররা যদি নিজেদের স্বভাবসুলভ খেলাটা খেলতে পারে তাহলে এই ম্যাচ দিয়েই সিরিজে ফিরতে পারে তারা। প্রস্তুতি ম্যাচেও শ্রীলংকার স্থানীয় দলকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।