promotional_ad

ওয়ালশ নয়, টাইগারদের কোচ হতে পারতেন চামিন্দা ভাস

promotional_ad

২০১৬ সালের অগাস্টে বাংলাদেশ ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব লাভ করেন ক্যারিবিয়ান কিংবদন্তী পেসার কোর্টনি ওয়ালশ। তবে ওয়ালশের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নাকি প্রস্তাব দিয়েছিলো শ্রীলঙ্কার সাবেক পেস তারকা চামিন্দা ভাসকে। 


এমনকি তাঁকে নাকি চুক্তিপত্রও পাঠিয়েছিলো বিসিবি! সেসময় এই প্রসঙ্গে বাংলাদেশের এক সাংবাদিককে লঙ্কান কিংবদন্তী বলেছিলেন, 'তোমাদের সিইও আমাকে চুক্তিপত্র পাঠিয়েছিলো, কিন্তু কেউ আমাকে কল করেনি।'


promotional_ad

ভাসের কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে বলা যায় বিসিবির গাফিলতির কারণেই বাংলাদেশের বোলিং কোচ হতে পারলেন না লঙ্কান কিংবদন্তী। এদিকে সম্প্রতি দেশের শীর্ষ ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সাথে আলাপের সময়ে ভাস আবারো জানিয়েছেন ওয়ালশের আগে তাঁকেই প্রস্তাব দিয়েছিলো বিসিবি। যদিও এবার চুক্তি নিয়ে কিছু বলেননি তিনি।


এই প্রসঙ্গে লঙ্কান কিংবদন্তী বলছিলেন,  '২০১৬ সালে বিসিবির সাথে আমার এই বিষয়ে (কোচ) কিছু কথা হয়েছিলো, কিন্তু এরপর আমি জানতে পারি তারা বোলিং কোচ হিসেবে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে।'


বর্তমানে শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দলের হয়ে কাজ করছেন চামিন্দা ভাস। মাঠের ক্রিকেটকে বিদায় জানালেও কোচিং পেশাকে বেঁছে নিতে পেরে বেশ আনন্দিত এই লঙ্কান গ্রেট। বিশেষ করে ক্রিকেটকে কিছু দিতে পারছেন বলে ধন্য মনে করেন তিনি নিজেকে। ভাসের ভাষায়, 


'আমি সর্বদা চাই যারা আমার সার্ভিস পেতে ইচ্ছুক তাদের সাহায্য করতে এবং আমি ক্রিকেটকে কিছু ফেরত দিতে চাইবো সবসময়। এই কারণেই আমি এখন শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দলের হয়ে কাজ করছি এখানে। যেমনটা আমি বলেছিলাম, আমি অনেক খুশি হই কেউ যদি আমাকে ক্রিকেট নিয়ে কাজ করতে বলে।'  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball