promotional_ad

মুস্তাফিজকে ফেরার উপায় বাতলে দিলেন লঙ্কান কিংবদন্তী

promotional_ad

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের বছরটি রীতিমত স্বপ্নের মতোই কাটিয়েছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। বলা যায় অনেকটা ধুমকেতুর মতোই আগমন ঘটেছিলো তাঁর। ২০১৫ সালে ওয়ানডে ফরম্যাটে অভিষেকের বছরে ৯টি ম্যাচ খেলেছিলেন ফিজ। যেখানে মাত্র ৪.২৬ ইকোনমি রেটে তাঁর শিকার ছিলো ২৬টি উইকেট। 


এরপর যতো সময় অতিবাহিত হয়েছে ফিজের পারফর্মেন্সে উত্তরোত্তর ভাটা পড়েছে। যে মুস্তাফিজের সামনে বাঘা বাঘা ব্যাটসম্যানেরাও আত্মসমর্পণ করতেন তাঁরা এখন অনেকটাই ধরে ফেলেছেন তাঁর বোলিং কারিশমা।


ক্রিকেট বোদ্ধাদের মতে মূলত পুরো বছর জুড়ে ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে ব্যাটসম্যানেরা আরো বেশি দক্ষ হয়ে উঠছে ব্যাটিংয়ের ক্ষেত্রে। ফলে কপাল পুড়ছে বোলারদের। শ্রীলঙ্কার কিংবদন্তী পেসার চামিন্দা ভাসের মতামতও এমনটাই।


বর্তমানে নিদাহাস টি টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছে বাংলাদেশ দল। সেখানেই দেশের শীর্ষ ইংরেজি দৈনিক ডেইলি স্টারকে দেয়া এক সাক্ষাৎকারে ভাস কথা বলেছেন মুস্তাফিজুর রহমানকে নিয়ে।



promotional_ad

লঙ্কান সাবেক স্পীড স্টার জানিয়েছেন একজন পেসার হিসেবে মুস্তাফিজকে সবার আগে খেয়াল রাখতে হবে নিজের ফিটনেসের দিকে। আর তাহলেই সাফল্য ধরা দিবে একটা সময়। ভাস বলছিলেন,       


'মুস্তাফিজুর একজন ভালো বোলার এবং বাংলাদেশ দলের সাথে যখন সে যোগ দিয়েছিলো তাঁর শুরুটা দুর্দান্ত হয়েছিলো এবং সে অনেক উইকেট নিয়েছিলো।  তবে এখন যে পরিমাণ ক্রিকেট খেলা হয়---টি টোয়েন্টি, আইপিএল, বিগ ব্যাশ, টেস্ট ক্রিকেট এবং ৫০ ওভারের ফরম্যাট--একজন ফাস্ট বোলারের জন্য ফিটনেস অনেক গুরুত্বপূর্ণ।'


পাশাপাশি মুস্তাফিজকে প্রেরণা পাওয়ার উপায় বাতলেও দিলেন লঙ্কান কিংবদন্তী। ভাসের পরামর্শ দুর্দান্ত পারফর্ম করার সেই ভিডিওগুলো যেন প্রতিনিয়ত দেখেন মুস্তাফিজ। আর তাহলেই নিজের সমস্যাগুলো ধরা সহজ হবে তাঁর জন্য। ভাসের ভাষ্যমতে, 


'আমার বিশ্বাস সে দ্রুতই ফিরে আসতে পারবে এবং তাঁর উচিৎ যখন সে দারুণ বোলিং করতো সেসময়ের ভিডিওগুলো দেখা। আমি নিশ্চিত সে দুর্দান্তভাবে ফিরে আসবে এবং বাংলাদেশের জন্য অনেক ভালো কিছু করবে।' 



লঙ্কান তারকা আরো যোগ করলেন, 'আপনাকে শতভাগ ফিট থাকতে হবে একজন ফাস্ট বোলার হতে হলে যেহেতু এটি খুব একটা সহজ কাজ নয় টানা বোলিং করা। আমি ব্যক্তিগতভাবে মনে করি ফিটনেস হচ্ছে একজন ফাস্ট বোলারের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ দিক।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball