ভালো খেলার তাগিদ মাহমুদুল্লাহর

ছবি:

ওয়ানডে ও টেস্ট ক্রিকেটের মতো টি২০ ক্রিকেটে এখনও বাংলাদেশ দল এতোটা শক্তিশালী দল হয়ে উঠতে পারেনি। ক্রিকেটের এই ছোটো ফরম্যাটে টাইগারদের সাম্প্রতিক পারফরমেন্স তাই বলছে।
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ শেষ জয় পেয়েছিল শ্রীলঙ্কার মাটিতে। সেটি ছিল বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার শেষ টি-টোয়েন্টি ম্যাচ। এরপর গত এক বছরে চারটি টি২০ ম্যাচ খেলে ফেললেও জয় ধরা দেয়নি বাংলাদেশের কাছে।

বৃহস্পতিবার সেই টি২০ ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজ নিদাহাস ট্রফিতে মাঠে নামছে বাংলাদেশ দল। এই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ভারত। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলপতি মাহমুদুল্লাহ জানিয়েছেন এই ফরম্যাট নিয়ে সন্দিহান থাকলে তা দলে ভালো প্রভাব ফেলবে না।
ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে সতীর্থ্যদের ভালো ক্রিকেট খেলার তাগিদ দিয়েছেন টাইগার অধিনায়ক। মাহমুদুল্লাহ বলেছেন, "আপনি যদি এই ফরম্যাট নিয়ে সন্দিহান থাকেন তবে আমি মনে করি না এতে ভালো কিছু হবে। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমি এটাই ছেলেদের বলেছি।"
বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন তার দল অন্য সব বিষয় বাদ দিয়ে নিজেদের উপর মনোনিবেশ করার চেষ্টা করছে, "আমাদের নিজেদের উপর মনোনিবেশ করতে হবে এবং আমরা যা করার চেষ্টা করছি তা হবে।"