promotional_ad

ভালো খেলার তাগিদ মাহমুদুল্লাহর

promotional_ad

ওয়ানডে ও টেস্ট ক্রিকেটের মতো টি২০ ক্রিকেটে এখনও বাংলাদেশ দল এতোটা শক্তিশালী দল হয়ে উঠতে পারেনি। ক্রিকেটের এই ছোটো ফরম্যাটে টাইগারদের সাম্প্রতিক পারফরমেন্স তাই বলছে।


টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ শেষ জয় পেয়েছিল শ্রীলঙ্কার মাটিতে। সেটি ছিল বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার শেষ টি-টোয়েন্টি ম্যাচ। এরপর গত এক বছরে চারটি টি২০ ম্যাচ খেলে ফেললেও জয় ধরা দেয়নি বাংলাদেশের কাছে।



promotional_ad

বৃহস্পতিবার সেই টি২০ ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজ নিদাহাস ট্রফিতে মাঠে নামছে বাংলাদেশ দল। এই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ভারত। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলপতি মাহমুদুল্লাহ জানিয়েছেন এই ফরম্যাট নিয়ে সন্দিহান থাকলে তা দলে ভালো প্রভাব ফেলবে না।


ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে সতীর্থ্যদের ভালো ক্রিকেট খেলার তাগিদ দিয়েছেন টাইগার অধিনায়ক। মাহমুদুল্লাহ বলেছেন,  "আপনি যদি এই ফরম্যাট নিয়ে সন্দিহান থাকেন তবে আমি মনে করি না এতে ভালো কিছু হবে। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমি এটাই ছেলেদের বলেছি।"



বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন তার দল অন্য সব বিষয় বাদ দিয়ে নিজেদের উপর মনোনিবেশ করার চেষ্টা করছে, "আমাদের নিজেদের উপর মনোনিবেশ করতে হবে এবং আমরা যা করার চেষ্টা করছি তা হবে।"


এই ম্যাচে ভালো করার জন্য নিজেদের মধ্যে পরিকল্পনাও  করছেন বলে জানিয়েছেন মাহমুদুল্লাহ, "কিভাবে আমরা ভালো করতে সক্ষম হবো তা নিয়ে আমরা অনুশীলনে কথা বলেছি এবং চিন্তা করতে হবে এখান থেকে ভালো জিনিসগুলো নেয়ার। এই বিষয়ে আমাদের মধ্যে কোনো সন্দেহ নেই।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball