promotional_ad

ছয় বছরে তিন বিশ্বকাপের আয়োজক ভারত!

promotional_ad

২০২৩ সালে প্রথমবারের মত এককভাবে ঘরের মাঠে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করবে ভারত। এর আগে ভারতের মাঠে তিনবার ক্রিকেট বড় আসরটির মঞ্চ বসলেও স্বতন্ত্রভাবে আয়োজন করতে পারেনি কোনবার। ১৯৮৭ সালে পাকিস্তান, ১৯৯৬ সালে শ্রীলঙ্কা , ও ২০১১ সালে বাংলাদেশকে নিয়ে যৌথভাবে বিশ্বকাপের মঞ্চ সাজিয়েছে করেছে দেশটি।    


বিষয়টি ভারত ক্রিকেট বোর্ডে (বিসিসইআই) কর্তৃক নিশ্চিত করা হয়। গতকাল (১১ই ডিসেম্বর) দিল্লিতে বিসিসিআইয়ের এক বিশেষ সভা শেষে এমনটাই ঘোষণা দেন বোর্ড কর্তারা। এমনকি, ২০২১ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনও করতে পারে ভারত। 


২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরটিকে শেষ আসর বলে ঘোষণা দিলেও ২০২১ সালে আবার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। একদিনের ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই টুর্নামেন্টের পথচলা ২০১৩ সালেই শেষ হয়ার কথা ছিল।



promotional_ad

কিন্তু দর্শক চাহিদা এবং বাণিজ্যিক দিক চিন্তা করে ২০১৭ সালে আরো একটি আসর বাড়ায় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। কিন্তু ক্রিকইনফো'র এক তথ্যমতে জানা যায় আইসিসি আবার ২০২১ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। তবে সেক্ষেত্রে রয়েছে নানা ধরনের জটিলতা। 


এই জটিলতা গুলোর মধ্যে অন্যতম হল আইসিসি'র ভাবনায় থাকা ২০১৯ সালের ওয়ানডে লিগ। চ্যাম্পিয়ন ট্রফির পরিবর্তে আয়োজন করতে যাওয়া একদিনের এই লিগ যদি সফলতার মুখ না দেখে সেক্ষেত্রে আরো একবার বসতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। আর ২০২১ সালের সেই আসরের আয়োজকও হতে যাচ্ছে ভারত। এর আগে ভারত ২০০৬ সালে একমাত্র চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করেছিল। 


এদিকে, ২০২২ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের আয়োজক হিসেবে নিজেদের নাম লেখানোর সম্ভাবনা রয়েছে ভারতের। এছাড়া ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আসরও বসবে উপমহাদেশের দেশটিতে। এমনকি ২০২৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজক হিসেবে ভারতেকেই বেঁচে নেওয়ার সিদ্ধান্ত চলছে। 



আর ২০২১ সালের সম্ভাব্য চ্যাম্পিয়ন্স ট্রফির আসরও দেশটিতে বসবে আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবমিলিয়ে, ৬ বছরে আইসিসির ৪ টি বড় আসর আয়োজন হতে যাচ্ছে ভারতে।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball