promotional_ad

হ্যামিল্টনে ফলাফলের অপেক্ষায় দুই দল

promotional_ad

হ্যামিল্টন টেস্টের তৃতীয় দিন শেষে সিরিজ সমতায় আসতে এখনো ৪১৪ রান দুরে আছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে আর মাত্র ৮ উইকেট তুলে নিলে ২ টেস্টের সিরিজে সফরকারী ধবলধোলাই করে সিরিজ জিতে নিবে স্বাগতিক নিউজিল্যান্ড। টেস্টের এখনো দুইদিন বাকী থাকায় এই ম্যাচের ফলাফল নির্ধারিত হবে এটা বেশ অনুমেয়।


দ্বিতীয় দিন শেষে সফরকারীদের সংগ্রহ ছিল ৮ উইকেটে ২১৫ রান। তৃতীয়দিন শুরুতেই  স্কোরবোর্ডে মাত্র ৬ রান যোগ করতেই বাকী দুই উইকেট হারিয়ে ফেলে ক্যারিবিয়ানরা। দিনের মাত্র তৃতীয় ওবারেই ট্রেন্ট বোল্টের শিকার হয় ক্যারিবিয়ানদের শেষ দুই ভরসা। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট একাই নেন ৪ উইকেট। এছাড়া টিম সাউদি, নিল ওয়েগনার এবং কলিন ডি গ্র্যান্ডহোম নেন দুটি করে উইকেট।


প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ২২১ রানে গুড়িয়ে ১৫২ রানে এগিয়ে থাকে কিউইরা। ১৫২ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে কেন উইলিয়ামসের দল। ১১১ রানে ৪ উইকেট হারালেও অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলরের সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৯১ রান সংগ্রহ করে ব্ল্যাক ক্যাপ্সরা। ৪৪৩ রানের লিড নিয়ে জেসন হোল্ডারের দলের সামনে ৪৪৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় কিউইরা। 



promotional_ad

কিউদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি খেলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। দ্বিতীয় ইনিংসে বল করতে এসে মিগুয়েল কামিন্স নেন ৩ উইকেট। ২ টি করে উইকেট নেন রোস্টন চেজ ও শেনন গ্যাব্রিয়েল। এছাড়া রেইমন র‍্যাফিয়ের নেন একটি উইকেট।  


৪৪৪ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে মাত্র ২৭ রানের মধ্যে মূল্যবান ২ উইকেট হারিয়ে ফেলে ক্যারিবিয়ানরা। দ্বিতীয় ইনিংসের স্কোরবোর্ডে মাত্র ৪ রান যোগ করেই বোল্টের অসাধারণ এক ডেলিভারিতে স্লিপে ক্যাচ দিয়ে বিয়ায় নেন ওপেনার কাইরেন পাওয়েল। এরপর দলীয় ২৭ রানে ব্যক্তিগত মাত্র ১৫ রান করেই টিম সাউদির বলে বিদায় নেন সিমরন হেটমায়ের। 


সবমিলিয়ে, দিনশেষে এখনো ৪১৪ রান পিছিয়ে আছে ক্যারিবিয়ানরা। অন্যদিকে জয়ের জন্য কিউইদের প্রয়োজন ৮ উইকেট। তবে হ্যামিল্টনের উইকেটের অবস্থা অনুযায়ী আরো ৪১৪ রান সংগ্রহের তুলনায় ৮ উইকেট তুলে নেওয়া সহজ মনে হচ্ছে। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball