শেষ মুহূর্তে রানাকে দলে নিল ঢাকা
ছবি: মেহেদী হাসান রানা, ঢাকা ক্যাপিটালস
বিপিএলের গত আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলা এই পেসার ১০ ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন। যদিও এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে অবিক্রিত ছিলেন এই পেসার। শেষ মুহূর্তে তাকে দলে ভিড়িয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের দল।
এর আগে সরাসরি চুক্তিতে তারা দলে নিয়েছিল পাকিস্তানি পেসার শাহনেওয়াজ দাহানিকে। তারা চুক্তি করেছে থিসারা পেরেরার সঙ্গেও। সরাসরি চুক্তিতে ড্রাফটের আগেই মুস্তাফিজুর রহমানকে নিয়ে চমক দেখিয়েছিল ঢাকার নবাগত এই ফ্র্যাঞ্চাইজিটি।
এই বাঁহাতি পেসারের সঙ্গে যোগ দিয়েছিলেন জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিমও। দলটির উইকেটের পেছনে দেখা যাবে লিটন কুমার দাসকে। সেই সঙ্গে মারকুটে ব্যাটার সাব্বির রহমান ও মুনিম শাহরিয়ারকেও ড্রাফট থেকে দলে নিয়েছে তারা।
বিদেশিদের নিয়েও একের পর এক চমক দিয়েছে ঢাকার দলটি। এই দলের হয়েই বিপিএলে খেলবেন ক্যারিবীয় তারকা ওপেনার জনসন চার্লস, পাকিস্তানের সাইম আইয়ুব ও পাকিস্তানের মীর হামজা। আরও বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে তাদের কথা চলছে।
ঢাকা ক্যাপিটালস-
দেশি- মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, লিটন দাস, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আবু জায়েদ রাহি, মুশফিক হাসান, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল, শাহাদাত হোসেন দিপু ও মেহেদী হাসান রানা।
বিদেশি- জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), স্টিফেন এসকিনাজি (ইংল্যান্ড), শাহনেওয়াজ দাহানি (পাকিস্তান), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), আমির হামজা হোতাক (আফগানিস্তান), সাইম আইয়ুব (পাকিস্তান), মির হামজা (পাকিস্তান)।