promotional_ad

উইলিয়ামসনের সেঞ্চুরি, কিউইদের রান পাহাড়ে চাপা ইংল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কেন উইলিয়ামসন, সংগৃহীত
ভালো খেলতে থাকলেও সেঞ্চুরি পাওয়া হচ্ছিল না কেন উইলিয়ামসনের। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে সেই খরা কাটিয়েছেন এই ব্যাটার। তার ৩৩তম সেঞ্চুরির দিনে ইংল্যান্ডকে রানচাপা দিয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৪৫৩ রান তুলে ইংল্যান্ডকে ৬৫৮ রানের বিশাল লক্ষ্য দিয়েছে টম লাথামের দল।

promotional_ad

শেষ বিকেলে মাত্র ছয় ওভার খেলে নড়বড়ে অবস্থানে চলে গেছে ইংল্যান্ডও। ইতোমধ্যেই সিরিজ জিতে নেয়া দলটি ১৮ রানেই দুই ওপেনারকে হারিয়েছে। ম্যাচ জিততে আরও ৬৪০ রান প্রয়োজন তাদের। বাকি দুই দিনে কিউইদের দরকার মাত্র আট উইকেট।


দিনের শুরুতে ভেজা আউটফিল্ডের কারণে প্রথম সেশনে কোনো খেলাই হয়নি। আগের দিন ৫০ রানে অপরাজিত থাকা উইলিয়ামসন দিনের দ্বিতীয় সেশনটাকে পুরোপুরি কাজে লাগান। জ্যাকব বেথেলকে ছক্কা মেরে সেঞ্চুরিতে পৌঁছান তিনি।


এরপর দেড়শ রানের মাইলফলকও স্পর্শ করেন তিনি। এর একটু পর স্পিনার শোয়েব বশিরের বলে সুইপ করতে সামনে এসে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দেন তিনি। বাউন্ডারি থেকে দৌড়ে এসে ক্যাচটি নেন রেহান আহমেদ।


promotional_ad

উইলিয়ামসন ফেরার পর কিউইদের সংগ্রহ চারশ পার করান টম ব্লান্ডেল, ড্যারিল মিচেল ও মিচেল স্যান্টনাররা। মিচেল ৮৪ বলে ৬০, সান্টনার ৩৮ বলে ৪৯ এবং ব্লান্ডেল ৫৫ বলে অপরাজিত ৪৪ রান করেন।


ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন জ্যাকব বেথেল। দুটি করে উইকেট নেন বেন স্টোকস এবং বশির। প্রথম ইনিংসে ৩৪৭ রান তোলার পর দ্বিতীয় ইনিংসেও রাজকীয় ব্যাটিং চালায় দলটি।


শেষ বিকেলে টিম সাউদির বলে বেন ডাকেট আর ম্যাট হেনরির বলে জ্যাক ক্রলি ফিরে যান। চার বলে চার রান করা ডাকেটকে দ্বিতীয় ওভারেই বোল্ড করেন সাউদি। পঞ্চম ওভারের শেষ বলে পাঁচ রান করা ক্রলিকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন ম্যাট হেনরি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball