promotional_ad

সেন্ট ভিনসেন্টে এবার আর লো স্কোরিং উইকেট থাকছে না, বলছেন লিটন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
লিটন দাস, বিসিবি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট ভিনসেন্টেই তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এই মাঠে এর আগে তিনটি টি-টোয়েন্টি খেলেছিল টাইগাররা। তিনবারই লো-স্কোরিং উইকেটে খেলেছিল তারা। তবে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের উইকেট ভিন্ন হবে, এমনটাই বলছেন লিটন দাস।

promotional_ad

আগের তিনটি ম্যাচ গেল টি-টোয়েন্টি বিশ্বকাপেই খেলে বাংলাদেশ। ওই ম্যাচগুলো ছিলো লো স্কোরিং। যার কারণে উইকেটের মন্থরতায় ব্যাটারদের দিতে হয়েছিলো কঠিন পরীক্ষা। নেদারল্যান্ডসের বিপক্ষে অবশ্য ১৫৯ রান করে টাইগাররা।


এরপর নেপালের বিপক্ষে ১০৬ রান করে বাংলাদেশ দল। সেই ম্যাচটি অবশ্য ২১ রানে জিতে বাংলাদেশ। তবে আফগানিস্তানের ১১৪ রানের লক্ষ্য তাড়ায় মাত্র ১০৫ রানে গুঁটিয়ে যায় দলটি। এবার অবশ্য অন্যরকম উইকেট প্রত্যাশা লিটনের।


বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, 'বিশ্বকাপে যে উইকেট ছিলো আর এখন যে উইকেট আছে তারমধ্যে একটু তফাৎ আছে। গতকাল যখন অনুশীলন করেছি মনে হয়েছে উইকেটটা একইরকম না। তারা হয়ত ভিন্নভাবে বানিয়েছে।'


promotional_ad

'সাধারণত টি-টোয়েন্টি ম্যাচগুলো আমাদের জন্য কঠিনই হয়। যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হবে, একটু কঠিন হবে। চেষ্টা করব এখান থেকে কীভাবে বের হয়ে আসা যায় এবং ভালো একটা সিরিজ খেলার জন্য।'


সেন্ট কিটস থেকে সেন্ট ভিনসেন্টে গিয়ে গত শনিবার ফ্লাড লাইটের আলোয় ফিল্ডিং অনুশীলন করেন লিটনরা। যদিও পরদিন ব্যাটিং-বোলিং অনুশীলন আর করতে পারেননি তারা।  যদিও এতে তেমন সমস্যা দেখেন না বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক।


'ঘাটতি নেই। কারণ, গতকালকে আমরা ফ্লাডলাইটে ফিল্ডিং অনুশীলন করেছি। এই দলের বেশির ভাগ ক্রিকেটারই ওয়ানডেতে খেলেছে, টেস্টে খেলেছে। তারা খেলার মধ্যেই আছে অনেক দিন ধরে। দু-একজন ক্রিকেটার হয়তো নতুন, তবে তারা দু-এক সেশন অনুশীলনের সুযোগ পেয়েছে।'


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball