সেন্ট ভিনসেন্টে এবার আর লো স্কোরিং উইকেট থাকছে না, বলছেন লিটন
ছবি: লিটন দাস, বিসিবি
আগের তিনটি ম্যাচ গেল টি-টোয়েন্টি বিশ্বকাপেই খেলে বাংলাদেশ। ওই ম্যাচগুলো ছিলো লো স্কোরিং। যার কারণে উইকেটের মন্থরতায় ব্যাটারদের দিতে হয়েছিলো কঠিন পরীক্ষা। নেদারল্যান্ডসের বিপক্ষে অবশ্য ১৫৯ রান করে টাইগাররা।
এরপর নেপালের বিপক্ষে ১০৬ রান করে বাংলাদেশ দল। সেই ম্যাচটি অবশ্য ২১ রানে জিতে বাংলাদেশ। তবে আফগানিস্তানের ১১৪ রানের লক্ষ্য তাড়ায় মাত্র ১০৫ রানে গুঁটিয়ে যায় দলটি। এবার অবশ্য অন্যরকম উইকেট প্রত্যাশা লিটনের।
বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, 'বিশ্বকাপে যে উইকেট ছিলো আর এখন যে উইকেট আছে তারমধ্যে একটু তফাৎ আছে। গতকাল যখন অনুশীলন করেছি মনে হয়েছে উইকেটটা একইরকম না। তারা হয়ত ভিন্নভাবে বানিয়েছে।'
'সাধারণত টি-টোয়েন্টি ম্যাচগুলো আমাদের জন্য কঠিনই হয়। যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হবে, একটু কঠিন হবে। চেষ্টা করব এখান থেকে কীভাবে বের হয়ে আসা যায় এবং ভালো একটা সিরিজ খেলার জন্য।'
সেন্ট কিটস থেকে সেন্ট ভিনসেন্টে গিয়ে গত শনিবার ফ্লাড লাইটের আলোয় ফিল্ডিং অনুশীলন করেন লিটনরা। যদিও পরদিন ব্যাটিং-বোলিং অনুশীলন আর করতে পারেননি তারা। যদিও এতে তেমন সমস্যা দেখেন না বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক।
'ঘাটতি নেই। কারণ, গতকালকে আমরা ফ্লাডলাইটে ফিল্ডিং অনুশীলন করেছি। এই দলের বেশির ভাগ ক্রিকেটারই ওয়ানডেতে খেলেছে, টেস্টে খেলেছে। তারা খেলার মধ্যেই আছে অনেক দিন ধরে। দু-একজন ক্রিকেটার হয়তো নতুন, তবে তারা দু-এক সেশন অনুশীলনের সুযোগ পেয়েছে।'