বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন লুইস, ফিরলেন ফ্লেচার
ছবি: আন্দ্রে ফ্লেচার, সংগৃহীত
চোটের কারণে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ থেকে ছিটকে গেলেন এভিন লুইস। মারকুটে এই ওপেনারের জায়গায় দলে ফিরলেন আরেক অভিজ্ঞ ব্যাটার আন্দ্রে ফ্লেচার। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে চোটে পড়েন লুইস।
যার কারণে সিরিজের শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি। এবার পুরো টি-টোয়েন্টি সিরিজেই থাকবেন দলের বাইরে। ব্যাট হাতে সাম্প্রতিক সময়ে ফর্মে ছিলেন লুইস। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ২০ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন লুইস।
এর আগের ম্যাচের করেন ৩১ বলে সাতটি ছক্কায় অপরাজিত ৬৮। এর আগে ঘোষিত স্কোয়াডে বাংলাদেশের বিপক্ষে এবারের সিরিজে দলে ফেরানো হয়েছে জনসন চার্লস। গত দুই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে পারেননি চার্লস।
শেষবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অসাধারণ পারফর্ম করা কেসি কার্টিকেও প্রথমবারের মতো ডাকা হয় টি-টোয়েন্টি দলে। এদিকে এই খেলা হচ্ছে না শাই হোপ এবং শারফানে রাদারফোর্ডের। একই সময়ে বিগ ব্যাশে খেলবেন তারা। সেন্ট ভিনসেন্টে সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬, ১৮ এবং ২০ ডিসেম্বর।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড- রভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্রেন্ডন কিং, কেসি কার্টি, জনসন চার্লস, রস্টন চেজ, জাস্টিন গ্রেভস, টেরেন্স হাইন্ডস, আকিল হোসেন, আলজারি জোসেফ, আন্দ্রে ফ্লেচার, ওবেদ ম্যাকয়, গুড়াকেশ মোতি, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।