promotional_ad

ওয়েস্ট ইন্ডিজ ভেঙে দেয়ার প্রস্তাব আইসিসির সাবেক সভাপতির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের সোনালী দিন এখন অতীত। তারা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারেনি তারা। এরপর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দর্শক হয়ে ছিল দলটি। এমন দুর্দিনের পর আইসিসির সদ্য সাবেক সভাপতি গ্রেগ বার্কলে মনে করেন এখনই সময় ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল ভেঙে দেয়ার।

promotional_ad

মূলত ক্যারিবীয় দীপপুঞ্জের ১৪টি অ্যাসোসিয়েশন নিয়ে ওয়েস্ট ইন্ডিজ গঠিত। বার্কলে মনে করেন এখন ১৪টি অ্যাসোসিয়েশনের ভিন্ন ভিন্ন দল গঠন করার সময় এসেছে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে চমকপ্রদ এই প্রস্তাব দিয়েছেন তিনি। তাদের সাম্প্রতিক পারফরম্যান্স ও আর্থিক দুর্দিনের কথা ভেবেই এমন কথা বলেছেন সাবেক এই ক্রিকেট প্রশাসক। যদিও ওয়েস্ট ইন্ডিজের অর্জনের প্রতি পূর্ণ শ্রদ্ধা আছে তার।


তাদের ভবিষ্যতের কথা ভেবেই বার্কলে বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের দিকে তাকান। ওরা যা করেছে খেলাটির জন্য, সেটা আমি ভালোবাসি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এখন যে অবস্থায় আছে, তাতে কি টিকতে পারবে? তাদের জন্য প্রতিটি দ্বীপে ভাগ হয়ে যাওয়ার সময়টা কি এখনই?’


promotional_ad

গত ৩০ নভেম্বর আইসিসি চেয়ারম্যানের পদ থেকে বিদায় নিয়েছেন বার্কলে। তার স্থলাভিষিক্ত হয়েছেন বিসিসিআইয়ের সাবেক সচিব জয় শাহ। বার্কলে মনে করেন ক্যারিবীয় দীপপুঞ্জের অ্যাসোসিয়েশনগুলো স্বার্থেই তাদের পৃথক করে দেয়া উচিত। কারণ ক্রিকেট ছাড়া তাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। এ ছাড়া আর্থিক ক্ষতি থেকে বাঁচতে প্রতিটি অ্যাসোসিয়েশনকেই নিজেদের জন্য কাজ করা সুযোগ করে দেয়া উচিত বলেও মনে করেন তিনি। 


বার্কলের ভাষ্য, ‘ব্যাপার হলো তারা (ওয়েস্ট ইন্ডিজ) কি (টেস্ট ক্রিকেট) চালিয়ে যেতে পারবে? আর্থিক অবস্থা এতই খারাপ যে আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষা করাটা তাদের জন্য এখন খুব কঠিন হয়ে গেছে। ব্যাপারটা যদি এভাবে ভাবেন, ক্রিকেট ছাড়া তাদের দ্বীপগুলোর মধ্যে আর কোনো কিছুতেই মিল নেই। তারপর নিজেদের একত্রে ওয়েস্ট ইন্ডিজ হিসেবে ধরে রেখে তারা ক্রিকেটে যা অর্জন করেছে, সেটা অবিশ্বাস্য।’


এখন না হলেও ভবিষ্যতে ক্রিকেটেও ক্যারিবীয় দীপগুলো আলাদা হয়ে যাবে বলে ভবিষ্যদ্বাণী করেছে  বার্কলে। তিনি বলেছেন, ‘অলিম্পিকসহ আরও কিছু একাধিক ইভেন্টের ক্রীড়া আসরে একটি বিষয় চোখে পড়ে বলে আমি মনে করি। গত বছর চীনে তারা এশিয়ান গেমসে ক্রিকেট খেলেছে। আফ্রিকান গেমসও আছে, যেখানে ক্রিকেটও ছিল প্রথমবারের মতো। তারা প্যান আমেরিকান গেমসেও খেলতে চায়। তাহলে একাধিক ক্রীড়া ইভেন্টের আসরগুলোয় ওয়েস্ট ইন্ডিজের কি হয়? বার্মিংহামে কমনওয়েলথ গেমসে বার্বাডোজ শুধু তাদের অঞ্চলের প্রতিনিধিত্ব করেছে। ভবিষ্যতে (ক্রিকেটে) কি হবে, এটা তার ছোট্ট ইঙ্গিত? আমি জানি না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball