ইংল্যান্ড দলে সুযোগ পেলেন আরেক রবিনসন

ছবি: সংগৃহীত

এই রবিনসন পেসার নন। তিনিও কক্সের মতো উইকেটরক্ষক ব্যাটার। তিনি প্রথমবারের মতোই এবার ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন। সবকিছু ঠিক থাকলে চলতি ক্রাইস্টচার্চ টেস্টের মাঝপথেই দলের সঙ্গে যোগ দিবেন তিনি। এই রবিনসনের সঙ্গে পেসার রবিনসনের আরেকটি জিনিসের মিল আছে।
ম্যাককালামকে ক্রিকেটের সাউথগেট মনে করেন ফ্লিনটফ
২২ মিনিট আগে
দুজনেরই জন্মদিন একই দিনে অর্থাৎ ১ ডিসেম্বর। তবে বয়সের পার্থক্য আছে। তিনদিন পর ২৬ বছর পূর্ণ হবে উইকেটরক্ষক ব্যাটারের। আর পেসার রবিনসনের হবে ৩১ বছর বয়স। তবে দুজনের পূর্ণ নামে সুক্ষ একটি ভিন্নতা আছে।

উইকেটরক্ষক ব্যাটারের পুরো নাম অলিভার জর্জ রবিনসন আর পেসারের নাম অলিভার এডওয়ার্ড রবিনসন। এরই মধ্যে পেসার রবিনসন ইংল্যান্ডের হয়ে খেলে ফেলেছেন ২০টি টেস্ট। বল হাতে নিয়েছেন ৭৬ উইকেট। এমন পারফরম্যান্সে ইংল্যান্ড দলের নিয়মিত সদস্য হয়ে গেছেন তিনি।
এদিকে উইকেটরক্ষক রবিনসন প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৮ ম্যাচ খেলে ৯ সেঞ্চুরিতে করেছেন ৩৭.২৬ গড়ে ৪ হাজার ১৭৪ রান। এর মধ্যে ডারহামের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৫৩ গড় প্রায় ২ হাজার রান করেছেন তিনি, স্ট্রাইক রেট ৮৬.২২!