promotional_ad

ফার্গুসনের হ্যাটট্রিকে ১০৮ রান করেও জিতল কিউইরা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মাহমুদউল্লাহর ফিটনেস দেখে একাদশ নিয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ

১০ ঘন্টা আগে
অনুশীলনে মাহমুদউল্লাহ রিয়াদ, আইসিসি

ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ১০৮ রানের পুঁজিতে জিতল নিউজিল্যান্ড। লকি ফার্গুসনের হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকে পাঁচ রানে হারিয়ে এই জয় তুলে নেয় কিউইরা। একইসঙ্গে দুই ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ করল সফরকারীরা।


টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই লঙ্কান বোলারদের তোপের মুখে পড়ে নিউজিল্যান্ড। প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই বোল্ড হয়ে ফিরে যান টিম রবিনসন। ছয় বলে দুই রান করা মার্ক চ্যাপম্যানকেও ফেরান নুয়ান থুসারা।


সপ্তম ওভারে বল হাতে নিয়ে গ্লেন ফিলিপস (৪) এবং মাইকেল ব্রেসওয়েলকে (০) ফেরান ওয়ানিন্দু হাসারাঙ্গা। এই দুই অলরাউন্ডারকে বোল্ড করার পর মিচেল হে'কেও (৩) বোল্ড করেন হাসারাঙ্গা। নিয়মিত বিরতিতে উইকেট হারানো কিউইরা একটুও সুবিধা করতে পারছিলেন না।



promotional_ad

দলটিতে কিউইদের হয়ে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেন উইল ইয়াং। এ ছাড়া শেষদিকে মিচেল সান্টনার ২৪ বলে ১৯ এবং জস ক্লার্কসন ২৫ বলে ২৪ রানের ইনিংস খেলেন। শ্রীলঙ্কার হয়ে ১৭ রান খরচায় চার উইকেট নেন হাসারাঙ্গা। ১১ রান খরচায় তিন উইকেট নেন মাথিশা পাথিরানা।


আরো পড়ুন

২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার

১৪ ফেব্রুয়ারি ২৫
স্টিভ স্মিথকে আউট করে ওয়ানিন্দু হাসারাঙ্গার উল্লাস

আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে ১২০ রানের কম পুঁজি নিয়ে কখনো জেতেনি নিউজিল্যান্ড। কিন্তু এই ম্যাচে সেই রেকর্ডটি ভেঙে গেল। অপরদিকে প্রতিপক্ষকে ১১৫ রানের কমে আটকে রেখে আগে হারেনি শ্রীলঙ্কা। কিন্তু এই ম্যাচটিতে হেরে গেল তারা।


লঙ্কানদের ইনিংসের শুরুর ভাগে হ্যাটট্রিক তুলে নেন লকি ফার্গুসন। ষষ্ঠ ও অষ্টম ওভার মিলিয়ে হ্যাটট্রিক তুলে নেন তিনি। ষষ্ঠ ওভারের শেষ বলে কুশল পেরেরাকে (৩) ফেরানোর পর অষ্টম ওভারের প্রথম দুই বলে কামিন্দু মেন্ডিস (১) এবং চারিথ আসালঙ্কাকে (০) ফেরান ফার্গুসন।


অল্প রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে এক পর্যায়ে ৮২ রানে ৭ উইকেট হারায় শ্রীলঙ্কা। তবুও ম্যাচটি জেতার রাস্তায় এগিয়ে ছিল তারা। ৩ উইকেট হাতে নিয়ে শেষ ওভারে ৮ রান দরকার ছিল দলটির। উইকেটে ছিলেন ওপেনার পাথুম নিশাঙ্কা।



যদিও ফিলিপসের করা সেই ওভারের দ্বিতীয় বলে লং অন দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ফিরে যান নিশাঙ্কা। ৫১ বলে ৫২ রান আসে তার ব্যাটে। এরপর পাথিরানা সামনে এগিয়ে ডিফেন্ড করতে গিয়ে ভারসাম্য হারিয়ে স্টাম্পড হয়ে যান।


এক বল পরে ক্যাচ তুলে বিদায় নেন মাহিশ থিকশানা। ১৯.৫ ওভারে ১০৩ রানে থামে শ্রীলঙ্কা। কিউইদের হয়ে এই ম্যাচে তিনটি করে উইকেট নেন ফার্গুসন এবং হেই। দুটি উইকেট নেন ব্রেসওয়েল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball