promotional_ad

আইপিএল নিলামে অবিক্রীত থাকলেও আফসোস থাকবে না অ্যান্ডারসনের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ল্যাঙ্কাশায়ারের সঙ্গে এক বছরের চুক্তি, ক্রিকেটে ফিরছেন অ্যান্ডারসন

১৪ জানুয়ারি ২৫
ল্যাঙ্কাশায়ারের জার্সিতে জেমস অ্যান্ডারসন

অবসর নিয়েছেন সব ধরণের ক্রিকেট থেকে, এমনকি ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিও খেলেছেন সবশেষ প্রায় এক যুগ আগে। আর সেই জেমস অ্যান্ডারসনই কিনা নাম লিখিয়েছেন আইপিএলের নিলামে! যদিও দল না পেলেও আফসোস নেই অ্যান্ডারসনের। এই বয়সেও নিজের সেরাটা দিতে চান তিনি।


সাদা জার্সির টেস্ট ক্রিকেটে তুমুল জনপ্রিয় এই বোলার লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন চলতি বছরের জুলাই মাসে, লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে। নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচেও এই বোলার শিকার করেছিলেন চার উইকেট।



promotional_ad

নিজের উপর ভরসা আছে অ্যান্ডারসনের নিজেরও। তাই এবার নাম লিখিয়েছেন আইপিএলের মেগা নিলামে। যেখানে অ্যান্ডারসনের ভিত্তি মূল্য ধরা হয়েছে ১ কোটি ২৫ লাখ রূপি। আইপিএল বা অন্য কোন ফ্র্যাঞ্চাইজি লিগে আগে কখনোই খেলেননি তিনি। এমনকি শুধু টেস্ট খেলবেন দেখে আগেই ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নেন।


আরো পড়ুন

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, ফাইনাল কলকাতায়

১৬ ফেব্রুয়ারি ২৫
চ্যাম্পিয়ন হওয়ার পর কলকাতা নাইট রাইডার্স, বিসিসিআই

৪২ বছরে আইপিএল খেলতে চাওয়ার ব্যাপারে অ্যান্ডারসন বলেন, 'আমার মনে হয়, আমি আবার ক্রিকেট খেলতে চাই। তাই নিলামে নাম লিখিয়েছি। আমাকে কেউ নিবে কিনা, সেটা সম্পূর্ন আলাদা ব্যাপার। আমার মনে হয় আমার এই ফিটনেস আর ফর্মে আরো অনেক কিছু দেয়ার আছে। আমি আসলেই ক্রিকেটটা চালিয়ে যেতে চাই। আমি এখনো যথেষ্ট ফিট এবং বলও করতে ??ারি। তাই কোথাও খেলার সুযোগ পেলে ভালো লাগবে।'


লাল বলের টেস্ট ক্রিকেটে আন্ডারসন তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী, আর পেসারদের মধ্যে তিনিই সর্বোচ্চ। টেস্টে ৭০৪ উইকেট পেলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এই পেসারের উইকেটসংখ্যা মাত্র ১৮টি।



অবশ্য সাদা বলে খুব বেশি টি-টোয়েন্টি না খেললেও ওয়ানডে সংস্করণে দূর্দান্ত খেলেছেন অ্যান্ডারসন। যেখানে ১৯১ ইনিংসে শিকার করেছেন ২৬৯ উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball