promotional_ad

আইপিএলের নিলামে ১৩ বাংলাদেশি ক্রিকেটার

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগেই জানা গিয়েছে এবারের আইপিলের নিলাম অনুষ্ঠিত হবে ভারতের বাইরে। ভেন্যু হিসেবে আলোচনায় ছিল সৌদি আরবের বেশ কয়েকটি শহর। এবার জানা গেছে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হতে চলেছে সৌদি আরবের জেদ্দাতে।


আগামী ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। আসন্ন এই নিলামের জন্য মোট ১ হাজার ৫৭৪ জন ক্রিকেটার নাম জমা দিয়েছেন। এর মধ্যে বিদেশি ক্রিকেটার আছেন ৪০৯ জন। আর ভারতীয় ক্রিকেটার রয়েছেন ১ হাজার ১৬৫ জন।



promotional_ad

এর মধ্যে ৩২০জন ক্যাপড ও ১ হাজার ২২৪ জন আনক্যাপড ক্রিকেটার নাম লিখিয়েছেন। ৩০ জন ক্রিকেটার নাম জমা দিয়েছেন আইসিসির সহযোগী দেশগুলো থেকে। সবচেয়ে বেশি ৯১ জন ক্রিকেটার নাম দিয়েছেন সাউথ আফ্রিকা থেকে।


এর বাইরে আফগানিস্তানের ২৯, অস্ট্রেলিয়া ৭৬, বাংলাদেশ ১৩, কানাডা ৪, ইংল্যান্ড ৫২, আয়ারল্যান্ড ৯, ইতালি ১, নেদারল্যান্ডস ১২, নিউজিল্যান্ড ৩, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা ২৯, সংযুক্ত আরব আমিরাতের ১, যুক্তরাষ্ট্র ১০, ওয়েস্ট ইন্ডিজ ৩৩ ও জিম্বাবুয়ের ৮ ক্রিকেটার উঠবেন নিলামে।


আইপিএলের নিলাম শুরুর আগে এই তালিকা কিছুটা ছোট হয়ে আসবে। নিলামে এখনও পর্যন্ত কোন কোন ক্রিকেটার নাম লিখিয়েছেন তাদের নাম প্রকাশ করেনি আয়োজকরা। কদিন পরেই ক্রিকেটারদের মূল্য তালিকা প্রকাশের কথা রয়েছে আইপিএলের আয়োজকদের।



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball