promotional_ad

সাজ্জাদুলের সেঞ্চুরি, ৫ রানের আক্ষেপ ইমনের

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে মাত্র ২৬ ওভার ব্যাটিং করতে পেরেছিল চট্টগ্রাম বিভাগ। ১ উইকেট হারিয়ে ১০৭ রান করে চটগ্রাম বিভাগ। আগের দিনই পারভেজ হোসেন ইমন ও সাজ্জাদুল হক রিপনের জুটি ছাড়িয়েছিল একশ। দ্বিতীয় দিন তারা ২২১ রানের জুটি গড়েছেন। আর তাতেই ৩৭১ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে চট্টগ্রাম বিভাগ।


জবাবে খেলতে নেমে ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২২ রান করে ঢাকা। ৩৪৯ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে তারা। ঢাকার হয়ে ১৩ রান করে আশিকুর রহমান ও ৯ রান করে জয় রাজ শেখ অপরাজিত আছেন। চট্টগ্রামকে জবাব দিতে এই দুই ব্যাটারের দিকেই তাকিয়ে থাকবে ঢাকা।



promotional_ad

এদিন পারভেজ ৫ রানের আক্ষেপে পুড়েছেন। ১৪৪ বলে ৯৫ রান এসেছে তার ব্যাট থেকে। আক্ষেপটা আরও বেড়েছে রান আউট হয়ে। ইনিংসের ৫৪তম ওভারে তাইবুরের করা বল অন সাইডে ঠেলে রানের দৌড়েছিলেন পারভেজ। তবে রান নেবেন কি নেবেন না এমন সিদ্ধান্তহীনতার মধ্যে পড়েন দুজনই।


শেষ মুহূর্তে ক্রিজে ফিরে যেতেও চেষ্টা করেছিলেন পারভেজ। তবে অল্পের জন্য হয়নি। রান আউট হয়ে ব্যাট ছুঁড়ে মারতেও দেখা যায় বাঁহাতি এই ব্যাটারকে। তার ১৪৪ বলের ইনিংস থেমেছে ৯ চার ও ২ ছক্কায়। প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই তার সেরা ইনিংস।


আর তাতেই ভাঙে সাজ্জাদুলের সঙ্গে পারভেজের জুটি। যদিও এরপর প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি প্রথম সেঞ্চুরি তুলে নেন সাজ্জাদুল। তার ইনিংস থেমেছে ১৮৫ রানে ১৩৯ রান করে। ১৮৫ বলে ১৪টি চারের সঙ্গে ৫টি ছক্কা মারেন তিনি। এরপর চট্টগ্রামের ব্যাটাররা আর বেশিদূর এগোতে পারেননি।



শাহাদাত হোসেন দিপুর ৩১, শামীম হোসেন পাটোয়ারির ৩৬ ও নাঈম হাসানের ২০ রানে ভর করে বিশাল পুঁজি নিশ্চিত করে চট্টগ্রাম। এদিকে ঢাকার হয়ে ২টি করে উইকেট নেন রিপন মন্ডল, এনামুল হক ও শুভাগত হোম। একটি করে উইকেট পান নাজমুল হোসেন অপু ও তাইবুর রহমান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball