promotional_ad

মিরপুরের উইকেট দেখে অবাক রাবাদা

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


উপমহাদেশের উইকেটে স্পিনাররা বড় টার্নে প্রতিপক্ষের ব্যাটারদের বিপাকে ফেলবেন এটা অনুমেয়ই। প্রথাগতভাবে মিরপুরের উইকেটও এমনই। বাংলাদেশের একাদশ দেখে অনুমান করা যাচ্ছিল সাউথ আফ্রিকার জন্য ঠিক কী অপেক্ষা করছে। তিন স্পিনারের সঙ্গে এক পেসারের একাদশ নিয়ে নাজমুল শান্ত অবশ্য বোলিংই বেছে নিলেন। এইডেন মার্করাম, টনি ডি জর্জি কিংবা ট্রিস্টিয়ান স্টাবসের চেয়ে প্রথম দিনের পুরো দায়িত্বটা তাই কেশভ মহারাজের কাঁধে।


ড্যান পিটকে সঙ্গে নিয়ে বোলিংয়ে আসার আগেই অবশ্য বাংলাদেশের ব্যাটিং অর্ডারকে ধসিয়ে দিয়েছেন কাগিসো রাবাদা ও উইয়ান মুল্ডার। যেখানে স্পিনাররা বড় বড় টার্ন পাওয়ার কথা সেখানে সিম মুভমেন্টে মুমিনুল হক, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল শান্তদের গুঁড়িয়ে দিলেন প্রোটিয়া পেসাররা। বাংলাদেশের হয়ে খেলা একমাত্র পেসার হাসান মাহমুদ একটির বেশি উইকেট না পেলেও সিম মুভমেন্ট পেয়েছেন বলার মতোই।



promotional_ad

বিশেষ করে বাঁহাতি ব্যাটারের বিপক্ষে লেংথে পড়ে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে ছিল বেশ কার্যকরী। প্রথম দিনের ১৬ উইকেটের সাতটা গেছে পেসারদের পকেটে। বাকি সবকটি নিয়েছেন তাইজুল ইসলাম, মহারাজ ও পিট। মিরপুরে এমন উইকেট দেখে খানিকটা অবাক হয়েছেন রাবাদা। নেটে এমন উইকেট পেলেও ম্যাচে এতটা সিম মুভমেন্ট প্রত্যাশা করেননি সাউথ আফ্রিকার ডানহাতি এই পেসার।


এ প্রসঙ্গে রাবাদা বলেন, ‘উইকেটের আচরণ দেখে আমরা খুবই অবাক হয়েছি। আমরা ভেবেছি বল টার্ন করবে, সিম মুভমেন্ট থাকবে না। কিন্তু নতুন বলে যথেষ্ট মুভমেন্ট ছিল। খুব বেশি সুইং নয়, তবে সিম মুভমেন্ট। নেটেও আমরা একই ধরনের উইকেট পেয়েছি। এই উইকেটে স্পিনাররা যেমন টার্ন পাচ্ছে, তেমনি সিমাররাও মুভমেন্ট পাচ্ছে। আমরা যা দেখে বেশ অবাকই হয়েছি।’


রাবাদা, মুল্ডার ও মহারাজের দারুণ বোলিংয়ে ধসে পড়েছে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। মাহমুদুল হাসান জয়ের ৩০ রানের বাইরে বলার মতো কিছু করে দেখাতে পারেননি আর কেউ। স্বাগতিকদের মাত্র ১০৬ রানে থামিয়ে প্রথম দিন শেষে ৬ উইকেটে ১৪০ রান তুলেছে সাউথ আফ্রিকা। বাংলাদেশের চেয়ে ৩৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামবেন মুল্ডার ও কাইল ভেরেইনে। দিনের খেলা শেষে রাবাদা জানিয়েছেন, তাদের লক্ষ্য লিডকে একশর ঘরে নিয়ে যাওয়া।



ডানহাতি পেসার বলেন, ‘আমরা আসলে যতটা সম্ভব রান বাড়িয়ে নিতে পারি। এই মূহুর্তে লিড হয়ত ৩৫ কিংবা ৩৪ রান। আমরা যদি এটাকে একশর ঘরে নিয়ে যেতে পারি তাহলে দারুণ ব্যাপার হবে। আশা করি আমরা সেটা করতে পারব।’


টেস্টে ৩০০ উইকেট ছোঁয়া নিয়ে রাবাদা বলেন, ‘আমি আজ সকালে যখন মাঠে আসি, তখন ওই একটা উইকেটের জন্য চিন্তা করছিলাম না। কীভাবে আমি টেস্টটা জেতাতে পারি, সেদিকে আমার সব মনোযোগ ছিল, বিশেষ করে টসে হেরে প্রথম বোলিং করতে নামার পর। এরপর যা হলো তা স্বস্তির বলতেই হয়। এ রকম মাইলফলকের জন্যই খেলে সবাই। এই অর্জনটা আমার জন্য স্বস্তির।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball