promotional_ad

দেড় বছর পর টেস্টে ফিরে খুশি তাসকিন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গত বছরের জুনে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন তাসকিন আহমেদ। সাদা পোশাকের ক্রিকেট থেকে বিরতি নেয়ার পর পাকিস্তান সফর দিয়ে আবারও টেস্টে ফিরেছেন তারকা এই পেসার। ১৪ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে খুশি তাসকিন। লম্বা সময় ধরে কাঁধের চোট নিয়ে ভুগছিলেন তাসকিন। সবশেষ ওয়ানডে বিশ্বকাপ খেলার সময়ও বিপাকে পড়তে হয়েছিল তাকে। নিজেকে সতেজ রাখতে চলতি বছরের শুরুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন টেস্ট ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন তাসকিন।


যার ফলে ঘরের মাঠে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে খেলা হয়নি তার। চলতি মাসের শুরুতে পাকিস্তান সফরকে সামনে রেখে হুট করেই মিরপুরে ফিটনেস পরীক্ষা দিতে এসেছিলেন তাসকিন। জানা যায় টেস্টে ফেরাকে কেন্দ্র করেই ‘ফিজিক্যাল পারফরম্যান্স অ্যাসেসমেন্ট’ দিয়েছিলেন ডানহাতি এই পেসার। পাকিস্তান সফরের দ্বিতীয় টেস্টের স্কোয়াডেও রাখা হয় তাকে।



promotional_ad

জাতীয় দলের হয়ে খেলার আগে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। শরিফুল ইসলামের ইনজুরি রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের একাদশে সুযোগ পেয়েছেন ২৯ বছর বয়সী এই পেসার। লম্বা সময় পর ফিরতে পেরে খুশি তাসকিন। তিনি বলেন, ‘দেড় বছর পর লাল বলের ক্রিকেটে ফিরতে পারার ব্যাপারটা দারুণ। আমি উপভোগ করেছি খেলাটা, সেই সাথে কিছুটা সংগ্রামও করতে হয়েছে। পরের ইনিংস থেকে আশা করছি আমি ঠিকঠাক থাকতে পারব।’


নিজের ফেরার ম্যাচে আব্দুল্লাহ শফিককে ফিরিয়ে শুরুটা দারুণ করেছিলেন তাসকিন। প্রথম ওভারে পাঁচটি আউটসুইং ডেলিভারির পর ইনসুইংয়ে তাকে বোল্ড করেছেন ডানহাতি পেসার। পাকিস্তানকে ২৭৪ রানে অল আউট করার দিনে শফিকের পাশাপাশি তাসকিনের শিকার সালমান আলী আঘা ও সাউদ সাকিল। দ্বিতীয় দিনের পুরোটা জুড়ে দাপট দেখালেও কাজ এখনও শেষ হয়ে যায়নি বলে জানিয়েছেন তিনি।


তাসকিন বলেন, ‘অনেক দিন পর টেস্ট ক্রিকেটে এসে শুরুটা মোটামুটি ভালোই ছিল। খেলা তো এখনও শেষ হয়ে যায়নি। দ্বিতীয় ইনিংস আছে। জেতাটাই মূল লক্ষ্য। সবার আগে দল। আলহামদুলিল্লাহ খারাপ হয় নাই। ওভারল আমরা বোলিং ইউনিট ভালো করেছি। আরও ভালো করতে পারতাম। সবকিছু নিয়েই কাজ করতেসি। অনেক দিন ধরে খেলতেসি তো, যে ফরম্যাটে যেভাবে মানিয়ে নেওয়ার দরকার।’



‘এটা আমার নিজেরই দায়িত্ব এবং এটাই হওয়া উচিত একজন সিনিয়র অভিজ্ঞ বোলার হিসেবে। এখনও অনেক কিছু করা বাকি এই ম্যাচে। আমাদের ভালো ব্যাটিং করতে হবে। দ্বিতীয় ইনিংসে ভালো করতে হবে। জিততে হবে। এখনও কিছুই শেষ হয়ে যায় নাই। মোটামুটি ভালো হয়েছে। আরও ভালো হতে পারত, আরও ভালো হবে ইনশাল্লাহ।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball