promotional_ad

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মালান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সবশেষ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ইংল্যান্ডের কোন সংস্করণের দলে নেই দাভিদ মালান। ৯ মাসে জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়া বাঁহাতি ব্যাটার ফেরার লড়াই থেকে নিজেকে গুটিয়ে নিলেন একেবারে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজে জায়গা না পাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিলেন মালান।


২০১৭ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল মালানের। নিজের প্রথম ম্যাচেই ৪৪ বলে ৭৮ রানের ইনিংস খেলেছিলেন টপ অর্ডার এই ব্যাটার। শীতকালীন অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষেও খেলার সুযোগ হয়েছিল তার। সেই সফরে ক্যারিয়ারের একমাত্র টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি।



promotional_ad

জনি বেয়ারস্টোর সঙ্গে জুটি গড়ার পাশাপাশি খেলেছিলেন ২২৭ বলে ১৪০ রানের ইনিংস। তবে টি-টোয়েন্টি ক্রিকেটেই নিজেকে সবচেয়ে পরিচিত করতে পেরেছিলেন মালান। বিশেষ করে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে নিজেকে ছাড়িয়ে যাচ্ছিলেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার।


নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৮ বলে সেঞ্চুরিও করেছিলেন তিনি। ২০২০ সালের সেপ্টেম্বরে আইসিসিতে টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসেন মালান। সেই বছরের মার্চেই সবচেয়ে দ্রুততম সময়ে ২০ ওভারের ক্রিকেটে হাজার রান পূরণ করেছিলেন। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন বাঁহাতি এই ব্যাটার।


মালানের ব্যাটিং ওয়ানডে ক্রিকেটের সঙ্গে মানানসই হলেও সাফল্য না পাওয়ায় লম্বা সময়ের জন্য বিরতি নিয়েছিলেন। ২০২২ সালের জুন থেকে ২০২৩ সালের সেপ্টেম্বরের মাঝে মাত্র ১৫ ইনিংসে ৫ সেঞ্চুরি করায় বিশ্বকাপ দলেও ছিলেন। যেখানে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে ইংল্যান্ডকে জয় এনে দিয়েছিলেন।



এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ২২ টেস্ট খেলা মালান ৩০ ওয়ানডের সঙ্গে ৬২ টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে টেস্টে ১ হাজার ৭৪, ওয়ানডেতে ১ হাজার ৪৫০ এবং নিজের সবচেয়ে প্রিয় টি-টোয়েন্টি সংস্করণে করেছেন ১ হাজার ৮৯২ রান। তিন সংস্করণ মিলিয়ে ৮টি সেঞ্চুরি আছে মালানের। এদিকে ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণেই সেঞ্চুরির কীর্তি আছে তার।


মালান ছাড়া ইংলিশদের হয়ে এমন রেকর্ড আছে কেবল জস বাটলারের। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন তিনি। সাম্প্রতিক সময়ে দ্য হান্ড্রেডে ওভাল ইনভিন্সিবলসের হয়ে শিরোপা জিতেছেন মালান। এর আগে ২০২২ সালে ট্রেন্ট রকেটসের শিরোপজয়ী দলের সদস্যও ছিলেন ৩৭ বছর বয়সী টপ অর্ডার ব্যাটার। এ ছাড়া গত মৌসুমে এসএ২০ লিগে সানরাইজার্স ইস্টার্ন ক্যাপের ট্রফি জয়ে অবদান রেখেছিলেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball