promotional_ad

এআই দিয়ে দল নির্বাচন করবে পাকিস্তান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বজুড়ে প্রযুক্তি এখন পৌঁছে গেছে ঘরে ঘরে। বিশেষ করে দৈনন্দিন কাজেও এখন ব্যবহার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেস বা এআই। এর ফলে ঘন্টার পর ঘন্টা যে কাজ করতে লাগত সেই কাজ এখন নিমিষেই করে দিচ্ছে এআই। বিশ্বের অন্যতম প্রযুক্তি নির্ভর খেলা ধরা হয় ক্রিকেটকে।


ক্রিকেটে ডিআরএস থেকে শুরু করে স্পাইডার ক্যাম, বাগি ক্যামের ব্যবহার হয়ে আসছে অনেক বছর ধরে। এবার ক্রিকেটে ব্যবহার হতে চলেছে এআইও। আন্তর্জাতিক পর্যায়ে এবার এআই ব্যবহার করতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।


মাঠের বাইরে সময়টা মোটেই ভালো যাচ্ছে না পাকিস্তানের। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানের ভরাডুবি হয়েছে। এরপর বাংলাদেশের বিপক্ষে সদ্যই রাওয়ালপিন্ডি টেস্টে ১০ উইকেটে হেরেছে পাকিস্তান। এরপর দল ঘোছাতে উঠেপড়ে লেগেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।



promotional_ad

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন দল নির্বাচন করতে এআইয়ের ব্যবহার করতে চান। বিশেষ করে ক্রিকেটারদের তথ্য সংগ্রহ থেকে শুরু করে ক্রিকেটারদের পারফরম্যান্স বিশ্লেষণেও এআইয়ের ব্যবহার করার কথা ভাবছেন পাকিস্তানের ক্রিকেটের এই অবিভাবক।


তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘সমস্যা হচ্ছে নির্বাচক কমিটির কাছে এমন কোনো পুল নেই যেখান থেকে তারা প্লেয়ার বেছে নিতে পারবেন। আমাদের সমস্যাগুলো মেটাতে হবে। কিন্তু আমরা যখন সেটাকে মেটাতে চাইছি তখন দেখছি আমাদের কাছে সব প্লেয়ারের তথ্য নেই। এটার জন্য আমাদের কিছু টুল লাগবে।’


মহসিন নাকভি জানিয়েছেন তাদের কাছে সর্বোচ্চ ১৫০জন ক্রিকেটারের তথ্য রয়েছে। এর মধ্যে থেকেই বিভিন্ন দলের জন্য ক্রিকেটার বাছাই করতে হয়। অনেক সময়ই প্রতিভা থাকা স্বত্বেও নির্বাচকদের নজর এড়িয়ে যান অনেকে। এই সমস্যা কাটিয়ে উঠতেই প্রযুক্তির ব্যবহার করতে চান তিনি।


পিসিবি চেয়ারম্যানের ভাষ্য, ‘আমাদের কাছে এমন কিছু প্লেয়ার আছেন যাদের কোনও রেকর্ড নেই আমাদের কাছে। আমাদের কাছে ১৫০ জন প্লেয়ারের তথ্য আছে। আমরা কোনো প্লেয়ারকে বাদ দিতে ততক্ষণ পারব না যতক্ষণ আমাদের কাছে তার বিকল্প প্লেয়ার থাকছে।’



ভবিষ্যতে দল নির্বাচনে ৮০ শতাংশ ক্রিকেটারই বেঁছে নেয়া হবে এআইয়ের মাধ্যমে। আর বাকি ২০ শতাংশ ক্রিকেটার বেঁছে নেবেন নির্বাচকরা। এমনটাই জানিয়েছেন তিনি। অনেক সময় ক্রিকেটারদের বাদ দেয়ার ফলে নির্বাচকদের বড় সমালোচনার মুখে পড়তে হয়। ফলে এআইকে দল নির্বাচনের দায়িত্ব দিলে সেই সমস্যা অনেকটাই লাঘব হবে বলে বিশ্বাস পিসিবি সভাপতির।


তিনি বলেছেন, ‘যেই ১৫০ জন প্লেয়ারকে বেছে নেওয়া হয়েছে তাদের মধ্যে থেকে ৮০% বেছে নেবে AI আর বাকিটা নির্বাচকরা। যদি কোনো মানুষ পরিবর্তন করে তাহলে প্রশ্ন উঠবে। কিন্তু এআই করে পুরো তথ্য দেখে বিচার করে প্লেয়ার বাছবে।’


পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে নিশ্চিতভাবেই ক্রিকেটের জন্য প্রযুক্তির নতুন দুয়ার খুলে যাবে। সেই সঙ্গে আর্টিফেশিয়াল ইন্টিলিজেন্স কতটা সহায়ক হতে পারে ক্রিকেটে সেটারও প্রমাণ পাওয়া যাবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball