promotional_ad

বিশ্বকাপের প্রস্তুতি নিতে শ্রীলঙ্কায় যাবেন জ্যোতিরা

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তা সরিয়ে নেয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। দুদিন আগে আইসিসির আনুষ্ঠানিক ঘোষণায় হতাশ হয়ে পড়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সেই হতাশাকে সঙ্গী করে নিয়ে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) খেলতে রাজশাহী যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতি-জাহানারা আলমরা।


বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ২৪ আগষ্ট থেকে শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে হবে ৮ দলের এই টুর্নামেন্ট। আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে মেয়েদের এনসিএল। বিশ্বকাপের প্রস্তুতি নিতে জ্যোতিরা যাতে ভালো এবং স্পোর্টিং উইকেটে খেলতে পারেন এজন্য রাজশাহীতে খেলা দেয়া হয়েছে। মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী বিভাগের হেড অব অপারেশনস হাবিবুল বাশার।



promotional_ad

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজশাহীতে উইকেট ভালো। মেয়েরা যেন ভালো উইকেটে খেলতে পারে, স্পোর্টিং উইকেটে খেলতে পারে, আমরা এটাই চাই। আর এ সময় যেহেতু বৃষ্টির সময়, রাজশাহীর দিকে বৃষ্টিটা একটু কম হয়। দুটি মাঠ পাওয়া যায়। টুর্নামেন্টটা শেষ করতে হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। এটা যেহেতু আমাদের বিশ্বকাপ প্রস্ততির অংশ। এজন্যই রাজশাহীতে খেলা দেয়া।’


ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলেও প্রস্তুতিতে ঘাটতি দেখছেন না বাশার। বেশ কিছুদিন ধরেই স্থানীয় এবং জাতীয় দলের স্টাফদের সঙ্গে নিয়ে অনুশীলন করছিলেন ক্রিকেটারা। ২৪ আগষ্ট থেকে শুরু হওয়া এনসিএল শেষে দুটি ওয়ানডে এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ ‘এ’ দল।


প্রস্তুতির কথা বিবেচনা করে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকবেন এমন ক্রিকেটারদের নিয়েই সাজাবো হবে ‘এ’ দলের স্কোয়াড। যার ফলে প্রস্তুতির ঘাটতি হবে না বলে আশাবাদী বাশার। তবে ঘরের মাঠের কন্ডিশন মিস করবেন তারা। শুধু তাই নয় ঘরের মাঠে বিশ্বকাপ খেলার সুযোগ না পেয়ে জ্যোতি-জাহানারা যে হতাশ সেটাও জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।



এ প্রসঙ্গে বাশার বলেন, ‘প্রস্তুতির ক্ষতি খুব একটা হচ্ছে না। আমরা বিশ্বকাপকে ধরেই প্রস্তুতি নিচ্ছিলাম। মেয়েদের ওয়ান টু ওয়ান অনুশীলনের ব্যবস্থা করে দেয়া হয়েছিল। আমাদের স্থানীয় কোচরা ছিলেন। কোচিং স্টাফ চলে এসেছে। এনসিএলটা আমাদের প্রস্তুতির অংশ। তারপর আমরা শ্রীলঙ্কাতে ‘এ’ দল পাঠাব। সেটাও আমাদের প্রস্তুতির অংশ।’


‘বিশ্বকাপ না হওয়ায় যেটা হলো, সবারই ইচ্ছা থাকে ঘরের মাঠে বিশ্বকাপ খেলা। মেয়েদের অনেকেরই সে স্বপ্ন ছিল। এ জন্য ওরা একটু হতাশ। আমরা অবশ্যই ঘরের মাঠের কন্ডিশন মিস করব। যাদের নিয়ে বিশ্বকাপের পরিকল্পনা করব, তাদের নিয়েই ‘এ’ দলটা সাজাব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball