promotional_ad

বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন ভুল হবে, বলছেন হিলি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকারের পরিবর্তন হয়েছে। অন্তবর্তীকালিন সরকার দায়িত্ব নিলেও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থতি এখনও স্বাভাবিক হয়নি। চারদিকে বিভিন্ন উৎকণ্ঠা বিরাজ করছে। কদিন পরেই বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।


যদিও এই বিশ্বকাপ নিয়ে শঙ্কা রয়েছে। অনেক দেশই এখনও বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি রেখেছে। এরই মধ্যে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি জানিয়েছেন এই মুহূর্তে বাংলাদেশে ক্রিকেট খেলা হতে পারে সেটা মানবিক দিক থেকে বোধগম্য হচ্ছে না তার।


এ প্রসঙ্গে অজি অধিনায়ক বলেন, ‘এ মুহূর্তে সেখানে (বাংলাদেশে) একটা ক্রিকেট ইভেন্ট চলা এবং যে দেশ সত্যিই ভুগছে—তাদের পুঁজি নিয়ে অন্য জায়গায় (বিশ্বকাপে) ব্যবহারের ব্যাপারটি আমার কাছে কঠিন মনে হচ্ছে। যেসব মানুষ মারা যাচ্ছে, তাদের সহায়তায় এখন সবাইকে প্রয়োজন।’



promotional_ad

বাংলাদেশের সরকার পরিবর্তনের পর অস্ট্রেলিয়াও তাদের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে বিশ্বকাপ বাংলাদেশে আয়োজনে অন্যতম বড় বাধা হতে পারে তাদের ভ্রমণ নিষেধাজ্ঞা। এই মুহূর্তে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করা হলে সেটা ভুল সিদ্ধান্ত হবে।


হিলি বলেছেন, ‘এ মুহূর্তে মানুষ হিসেবে সেখানে খেলার ব্যাপারটি আমার জন্য ঠিক বোধগম্য হচ্ছে না। মনে হচ্ছে এটি হয়তো ভুল একটা কাজ হবে। নিশ্চিতভাবেই বাংলাদেশে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের চেয়ে বড় ব্যাপার ঘটছে। তবে আমি এটি আইসিসির ওপর ছেড়ে দেব।’


রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশ কয়েকজন কর্মকর্তাও আছেন আত্মগোপনে। এ কারণে অনেক নীতিগত সিদ্ধান্তও আটকে আছে। আইসিসির নির্দেশনা মতে দ্রুতই বিসিবিতে বড় কিছু পরিবর্তন আসতে চলেছে। 


হিলি অবশ্য জানিয়েছেন তারা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। অজি অধিনায়কের ভাষ্য, ‘সেখানে গিয়ে কন্ডিশন ও ধীরগতির টার্নিং উইকেটে খেলে অভ্যস্ত হওয়া আমাদের ভালো একটা অবস্থানে নিয়ে গেছে। বিশ্বকাপ বাংলাদেশে হোক বা বাংলাদেশে না হোক; মনে হয় না আমাদের যা আছে, তাতে প্রভাব ফেলবে। আমাদের সামনে যা-ই আসুক না কেন, আমরা ভালোমতোই প্রস্তুত।’



এমন অবস্থায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন বড় চ্যালেঞ্জ বিসিবির জন্য। আইসিসি অবশ্য বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখছে। এমনকি বিকল্প ভেন্যুর কথাও ভেবে রেখেছে আইসিসি। ভারত-শ্রীলঙ্কার সঙ্গে বিবেচনায় আছে সংযুক্ত আরব আমিরাতও। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball