promotional_ad

এবার পাকিস্তানের কাছেও হারল বাংলাদেশ এইচপি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ হাই পারফরম্যান্সের (এইচপি) বিপক্ষে ১৪২ রান তাড়ায় ৩ উইকেটে ১১১ রান তোলে পাকিস্তান শাহীনস। তবে পরের ১৩ রান করতেই ৪ উইকেট হারায় মোহাম্মদ হারিসের দল। বাংলাদেশের জয়ের ক্ষীণ সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত পেরে উঠতে পারেনি। বরং অষ্টম উইকেটে ইরফান খান ও জাহানদাদ খানের ২০ রানের জুটিতে জয় তুলে নেয় পাকিস্তান। ৫ ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে রয়েছে এইচপি। শেষ ম্যাচে জিতলেও সেমিফাইনালে যেতে তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে।


ডারউইনে জয়ের জন্য ১৪২ রান তাড়ায় পাকিস্তানকে দারুণ এনে দেন হারিস ও শাহিবজাদা ফারহান। উদ্বোধনী জুটিতে তারা দুজনে যোগ করেন ৪৭ রান। পাওয়ার প্লের শেষ ওভারে গিয়ে উইকেট হারায় পাকিস্তান। নিজেদের মাঝে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরেছেন হারিস। পাকিস্তানের অধিনায়কের ব্যাট থেকে এসেছে ১৮ বলে ৩২ রান।



promotional_ad

আরেক ওপেনার শাহিবজাদাও ফিরেছেন রান আউট হয়ে। মাহফুজুর রহমান রাব্বির বলে কভারে ঠেলে দিয়ে এক রান নিতে চেয়েছিলেন ডানহাতি এই ওপেনার। তবে নন স্ট্রাইক প্রান্তে পৌঁছানোর আগেই সরাসরি থ্রোতে ১৭ রান করা শাহিবজাদাকে ফেরান রাকিবুল হাসান। তিনে নেমে সুবিধা করতে পারেননি আব্দুল ফাসিহ।


মুকিদুল ইসলাম মুগ্ধর লেগ স্টাম্পের উপরের ডেলিভারিতে ফাইন লেগের উপর দিয়ে খেলতে গিয়ে আবু হায়দার রনির হাতে ক্যাচ দিয়েছেন। ফাসিহ আউট হয়েছেন ৯ রানে। এরপর ওমরাইর বিন ইউসুফ ও উসমান খান মিলে পাকিস্তানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। তাদে দুজনের জুটি ভাঙে ১৯ রান করা উসমানের বিদায়ে।


মাহফুজুরের বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন উসমান। মুবাশির খানকে ফেরান স্পিনার রাকিবুল। এ ছাড়া ৩৭ রান করা ওমাইর ইউসুফ রান আউট হলে বিপদে পড়ে পাকিস্তান। তবে ইরফান এবং জাহানদাদ মিলে পাকিস্তানের জয় নিশ্চিত করেন।



এর আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে ১৪১ রান করে বাংলাদেশ এইচপি। টাইগারদের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৪৪ রান করেছেন শামীম হোসেন পাটোয়ারী। এ ছাড়া মাহফুজুর অপরাজিত ৪১, পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম ১৮ রান করেছেন। পাকিস্তানের হয়ে ফয়সাল আকরাম একাই তিন উইকেট নিয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball