ওয়েস্ট ইন্ডিজকে ২৩৩ রানে থামিয়ে সাউথ আফ্রিকার লিড

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
সাউথ আফ্রিকার বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় একেবারেই সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। যার কারণে ২৩৩ রানেই অলআউট হয়েছে দলটি। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে বিনা উইকেটে ৩০ রান করে সাউথ আফ্রিকা। পোর্ট অব স্পেনে সফরকারীদের লিড ১৫৪ রানের।
চার উইকেটে ১৪৫ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। এ দিন অবশ্য প্রথম ও দ্বিতীয় সেশন বৃষ্টির পেটে চলে যায়। মধ্যাহ্নভোজ বিরতির পরও বৃষ্টি অব্যাহত ছিল। ভেজা মাঠ থাকায় খেলা আরও কিছুক্ষণ বন্ধ ছিল। টেস্টের চতুর্থ দিনে বৃষ্টির কারণে কাল খেলা হয়েছে মাত্র ২ ঘণ্টা, ওভারের হিসাবে ৩০। তাতেই ত্রিনিদাদ টেস্টের নিয়ন্ত্রণ নিয়েছে সাউথ আফ্রিকা।

দুই অপরাজিত ব্যাটার কাভেম হজ এবং জেসন হোল্ডাররা সেভাবে সুবিধা করতে পারেননি। ভেজা মাঠে প্রথমে হানা দেন এইডেন মার্করাম। ৬১ বলে ৩৬ রান করা হোল্ডারকে বোল্ড করেন তিনি।
দলের খাতায় আর এক রান যোগ হতে ফিরে জান জশুয়া দা সিলভাও। তাকে ফেরান কেশভ মহারাজ। দলীয় ১৮৮ রানে ফিরে যান কাভেমও। ৯২ বলে ২৫ রান করা এই ব্যাটারকে নতুন বলে প্রথম স্লিপে ক্যাচ ওঠাতে বাধ্য করেন কাগিসো রাবাদা।
শেষদিকে জোমেল ওয়ারিক্যানের নৈপুণ্যে আড়াইশ'র কাছাকাছি পৌঁছে যায় ক্যারিবিয়ানরা। ৩২ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৩৫ রান তুলে অপরাজিত থাকেন ওয়ারিক্যান।
সাউথ আফ্রিকার হয়ে মহারাজ চারটি ও রাবাদা তিনটি উইকেট নেন। সাউথ আফ্রিকার হয়ে দ্বিতীয় ইনিংসে দুই ওপেনারের কাউকে ফেরাতে পারেননি ক্যারিবিয়ানরা। টনি দি জর্জি ১৬ বলে ১৪ এবং মার্করাম ১৫ বলে ৯ রান নিয়ে শেষদিনের খেলা শুরু করবেন।