promotional_ad

ইনজুরিতে হাসারাঙ্গা-থুসারা, বদলি নরকিয়া-শামসি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সদ্যই শেষ হওয়া ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিজের দশম ওভারের শেষ বলটি করার সময় বাম হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ম্যাচ শেষে স্ক্যান করা হলে তারকা লেগ স্পিনারের চোট পড়ে। যার ফলে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে খেলতে পারেননি তিনি।


এবার ছিটকে গেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকেও। ওয়েস্ট ইন্ডিজের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলার কথা ছিল হাসারাঙ্গার। তবে হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে যাওয়ায় তার বদলি হিসেবে তাবরাইজ শামসিকে দলে নিয়েছে সেন্ট কিটস।


সিপিএলে নিয়মিতই খেলেন সাউথ আফ্রিকার চায়নাম্যান এই স্পিনার। এখন পর্যন্ত ৩২ ম্যাচে ৭.০৬ ইকনোমি রেটে ৩৩ উইকেট নিয়েছেন। যেখানে ২৭ ম্যাচই খেলেছেন সেন্ট কিটসের হয়ে। এদিকে হাসারাঙ্গার পাশাপাশি আরেক শ্রীলঙ্কান নুয়ান থুসারাও ছিটকে গেছেন।



promotional_ad

এর আগে ঘরের মাঠে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজেও খেলতে পারেননি। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে অনুশীলন করতে গিয়ে চোটে পড়েছিলেন ডানহাতি এই পেসার। থুসারার বদলি হিসেবে তাই অ্যানরিখ নরকিয়াকে দলে টেনেছে সেন্ট কিটস। এবারই প্রথম সিপিএলে খেলবেন সাউথ আফ্রিকার এই পেসার।


শামসি ও নরকিয়ার দলের হয়ে খেলবেন সাউথ আফ্রিকার ট্রিস্ট্রিয়ান স্টাবস ও রাইলি রুশো। এ ছাড়া দলে রয়েছেন এভিন লুইস, কাইল মেয়ার্স, সিকান্দার রাজা, মিকেল লুইস। এদিকে সবশেষ গত মৌসুমে ১০ ম্যাচের মাঝে মাত্র একটি জয় পেয়েছিল সেন্ট কিটস। যার ফলে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে শেষ করতে হয়েছিল তাদের।


সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের স্কোয়াড-


কাইল মেয়ার্স, তাবরাইজ শামসি, রাইলি, এভিন লুইস, শেরফান রাদারফোর্ড, সিকান্দার রাজা, অ্যানরিখ নরকিয়া, আন্দ্রে ফ্লেচার, ট্রিস্টিয়ান স্টাবস, ডমিনিক ড্রেকস, মিকেল লুইস, ওডিন স্মিথ, জশুয়া ডি সিলভা, ভেরাসামি পারমল, রায়ান জন, আসমেড নেড, জোহান লেনে।



 


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball