promotional_ad

বৃষ্টির দিনে মহারাজের স্পিনে ওয়েস্ট ইন্ডিজের অস্বস্তি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাউথ আফ্রিকার সাড়ে তিনশ পেরোনো পুঁজির জবাবটা বেশ ভালোভাবেই দিচ্ছিলেন ক্রেইগ ব্রার্থওয়েট ও কেসি কার্টি। তবে একটা রান আউটে বদলে যায় পুরো দৃশ্যপট। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ফিরতেই স্বাগতিকদের চেপে ধরেন কেশভ মহরাজ। বাঁহাতি স্পিনারের ফাঁদে পড়ে ফিরে গেছেন কার্টি ও অ্যালিক আথানজে। ভালো শুরুর পরও তাই দিন শেষে অস্বস্তিতে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টিবিঘ্নিত দিনে ২১২ রানে পিছিয়ে থাকা ক্যারিবীয়দের পুঁজি ৪ উইকেটে ১৪৫ রান।


পোর্ট অব স্পেনে ৮ উইকেটে ৩৪৪ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে সাউথ আফ্রিকা। উইয়ান মুল্ডার, কাগিসো রাবাদা কিংবা লুঙ্গি এনগিদিদের খুব বেশি রান যোগ করতে দেননি ক্যারিবীয় বোলাররা। দিনের শুরুতেই ৩২ বলে ২১ রানের ইনিংস খেলা রাবাদাকে ফিরিয়েছেন জোমেল ওয়ারিকান। বাঁহাতি এই স্পিনারের বলে সোজা ব্যাটে খেলতে গিয়ে এজ হয়ে উইকেটের পেছনে জশুয়া ডি সিলভাকে ক্যাচ দিয়েছেন। শেষ ব্যাটার হিসেবে নামা এনগিদি খেলতে পেরেছেন মাত্র ৪ বল।



promotional_ad

জেডেন সিলসের ব্যাক অব লেংথ ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরার আগে রানের খাতাও খুলতে পারেননি তিনি। আগের দিনের সঙ্গে ১৩ রান যোগ করে প্রোটিয়াদের থামতে হয় ৩৫৭ রানে। লোয়ার অর্ডারে সাউথ আফ্রিকার পুঁজি বাড়ানো মুল্ডার অপরাজিত ছিলেন ৮৫ বলে ৪১ রানের কার্যকরী ইনিংস খেলে। ওয়েস্ট ইন্ডিজের ওয়ারিকান ৬৯ রানে ৪টি এবং পেসার সিলস ৬৭ রানে নিয়েছেন ৩ উইকেট। এ ছাড়া ‍দুটি উইকেট শিকার করেছেন আরেক পেসার কেমার রোচ।


সাউথ আফ্রিকার ৩৫৭ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে বেশ ভালো শুরুই পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে মিকেল লুইস ও ব্রার্থওয়েট মিলে যোগ করেন ৫৩ রান। তাদের দুজনের জমে ওঠা জুটি ভাঙেন মহারাজ। বাঁহাতি এই স্পিনারের ফুলার লেংথ ডেলিভারিতে সামনের পায়ে ভর করে ডিফেন্স করতে গিয়ে বলের লাইন মিস করেছেন লুইস। ব্যাট ও প্যাডের মাঝে অনেকটা ফাঁকা থাকায় বোল্ড হয়ে ফিরতে হয় ডানহাতি ওপেনারকে।


লুইসের ব্যাট থেকে এসেছে ৩৫ রান। তিনে নামা কার্টিকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে থাকেন ব্রার্থওয়েট। তবে দলীয় ১১৪ রানের সময় রান আউটের ফাঁদে পড়ে ফিরতে হয় তাকে। এনগিদির ফুলার লেংথ ডেলিভারিতে ফ্লিক করে মিড অনে ঠেলে দিয়ে রান নিতে চেয়েছিলেন ব্রার্থওয়েট। তবে সময় মতো পৌঁছাতে না পারায় রান আউট হয়ে ফিরতে হয় ডানহাতি এই ওপেনারকে। লুইসের মতো ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কও করেছেন ৩৫ রান।



এরপর দ্রুতই ২ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ৮১ বলে ৪২ রানের ইনিংস খেলা কার্টিকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেছেন মহারাজ। আথানাজেকেও নিজের শিকার বানিয়েছেন প্রোটিয়া এই স্পিনার। মহারাজের লেংথ ডেলিভারিতে এজ হয়ে স্লিপে থাকা এইডেন মার্করামের হাতে ক্যাচ দিয়েছেন ৩ রান করা এই ব্যাটার। এরপর বাকিটা সময় পার করেছেন ১১ রান করা কাভিম হজ ও ১৩ রান করা জেসন হোল্ডার। সাউথ আফ্রিকার হয়ে একাই ৩ উইকেট নিয়েছেন মহরাজ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball