promotional_ad

প্রবীণ জয়াবিক্রমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার

১৪ ফেব্রুয়ারি ২৫
স্টিভ স্মিথকে আউট করে ওয়ানিন্দু হাসারাঙ্গার উল্লাস

শ্রীলঙ্কা জাতীয় দলের ক্রিকেটার প্রবীণ জয়াবিক্রমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। লঙ্কানদের হয়ে ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই স্পিনারের বিপক্ষে দুর্নীতি দমন সংক্রান্ত ৩টি ধারা ভঙ্গের অভিযোগ উঠেছে।


আইসিসি জানায়, ফিক্সিংয়ে জড়িত হওয়ার প্রস্তাব পেয়েও সেটি গোপন করেছিলেন জয়াবিক্রমা। এমনকি আইসিসি যেন এই প্রস্তাব সম্পর্কে কিছুই না জানতে পারে, সেজন্য তিনি মুঠোফোনের বার্তাগুলোও মুছে দেন।



promotional_ad

আইসিসি জানিয়েছে মোট দু'বার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে সেটি গোপন করেন জয়াবিক্রমা। লঙ্কান প্রিমিয়ার লিগের ম্যাচ ছাড়াও একটি আন্তর্জাতিক ম্যাচের আগে এই প্রস্তাব পান তিনি। দুটি তথ্যই গোপন করেন তিনি।


২৫ বছর বয়সী এই ক্রিকেটারের বার্তা মুছে ফেলার ঘটনাটি ভালোভাবে নেয়নি আইসিসি। আগামী ১৪ দিনের মধ্যে আনিত অভিযোগের জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে জয়াবিক্রমাকে। গণনা শুরু হয়েছে গত ৬ আগস্ট থেকে।


আইসিসির পাশাপাশি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও জয়াবিক্রমার বিরুদ্ধে এই অভিযোগের তদন্ত করতে যাচ্ছে। ২০২১ সালের মে মাসে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শ্রীলঙ্কা দলে অভিষেক হয়েছিল জয়াবিক্রমার।



একই বছর ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটেও লঙ্কান জাতীয় দলের জার্সি গায়ে জড়ান এই স্পিনার। ২০২২ সালে শ্রীলঙ্কার এশিয়া কাপজয়ী স্কোয়াডের সদস্য ছিলেন তিনি। এরপর থেকে আর জাতীয় দলে দেখা যায়নি তাকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball