এসএ টোয়েন্টিতে খেলবেন দীনেশ কার্তিক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এসএ টোয়েন্টিতে খেলতে চলেছেন দীনেশ কার্তিক। ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে পার্ল রয়্যালসে বিদেশি ক্রিকেটার হিসেবে খেলবেন এই উইকেটরক্ষক ব্যাটার। আগামী ৯ জানুয়ারি শুরু হবে এসএ টোয়েন্টি নতুন আসর।


জুনেই ভারতের ক্রিকেটে থেকে অবসরের ঘোষণা দেন কার্তিক। ভারতের হয়ে ১৮০টি আন্তর্জাতিক ম্যাচে খেলা এই উইকেটরক্ষক ব্যাটার সর্বশেষ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। আইপিএল থেকে অবসর নেয়ার পর বেঙ্গালুরুর মেন্টর ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।


promotional_ad

টি-টোয়েন্টি ফরম্যাটে কার্তিক খুবই অভিজ্ঞ ক্রিকেটার। সেই সঙ্গে বিভিন্ন সময় তাকে ধারাভাষ্যেঅ দেখা গেছে। ক্যারিয়ার জুড়ে ৪০১টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। আইপিএলে ছয়টি দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এই ক্রিকেটার। 


নেতৃত্ব দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সকে। ১৭ মৌসুমে মাত্র দুটি ম্যাচে খেলার সুযোগ হয়নি তার। ফলে বোঝাই যাচ্ছে যে দলেই তিনি গিয়েছেন। দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে উঠেছেন তিনি। ভারতের ক্রিকেটের নিয়ম অনুযায়ী একমাত্র অবসর নেয়া ক্রিকেটাররাই দেশের বাইরে টি-টোয়েন্টি লিগে খেলতে পারেন।


এরই মধ্যে আম্বাতি রাইডু সিপিএলে সেন্ট কিটস অ্যান্ড পিটার নেভিলসের হয়ে খেলেছেন। রবিন উথাপ্পা ও ইউসুফ পাঠান খেলেছেন দুবাই ক্যাপিটালসের হয়ে আইএল টি-টোয়েন্টিতে। দুই বছর আগে সুরেশ রায়নাও আবু ধাবি টি-টেনে খেলেছেন ডেকান গ্ল্যাডিয়েটর্সের হয়ে।


কার্তিকের এসএ টোয়েন্টির দল নতুন মৌসুমের জন্য রিটেইন ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে। তারা অধিনায়ক ডেভিড মিলারসহ রিটেইন করেছে লুঙ্গি এনগিদি ও আন্দিলে ফেহলুকায়োকে। গত এসএ টোয়েন্টিতে কোয়ালিফায়ারে খেলা দলটি টানা পাঁচটি ম্যাচে হেরেছিল। এর মধ্যে এলিমিনেটরে তারা ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল জোবার্গ সুপার কিংসের বিপক্ষে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball