ভারত সিরিজ থেকে ছিটকে গেলেন হাসারাঙ্গাও

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
একের পর এক চোটের আঘাতেই যেন জর্জরিত শ্রীলঙ্কা ক্রিকেট। এবার আরেকটি বড় ধাক্কা খেল দলটি। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের অবশিষ্ট দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
কলম্বোয় গত শুক্রবার প্রথম ওয়ানডেতে নিজের দশম ওভারের শেষ বলটি করার সময় বাম হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন লেগ স্পিনিং অলরাউন্ডার। ম্যাচ শেষে এমআরআই স্ক্যান করা হলে ধরা পড়ে তার চোট।

‘টাই’ হওয়া এই ম্যাচটিতে ১০ ওভারে ৫৮ রান দিয়ে তিন উইকেট নেন হাসারাঙ্গা। তার বদলি হিসেবে দলে যুক্ত হন লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসে।
এর আগে কাঁধের ইনজুরির কারণে মাথিশা পাথিরানা এবং হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দিলশান মাদুশাঙ্কা এই সিরিজে থেকে ছিটকে যান। এই দুজনের পরিবর্তে স্কোয়াডে মোহাম্মদ সিরাজ নামক এক পেসারকে দলে নেয় তারা।
ভারতের বিপক্ষে এরই মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে শ্রীলঙ্কা, যার তিনটিতেই হেরেছে দলটি। শেষ ম্যাচে ফিল্ডিং করার সময় কাঁধে ব্যথা পান পাথিরানা। সেই ম্যাচে আর বোলিংই করেননি তিনি।
শ্রীলঙ্কার হয়ে এই সিরিজে খেলা হচ্ছে না দুশমন্থ চামিরারও। অসুস্থতার কারণে ওয়ানডে সিরিজেও নেই তিনি। আরেক পেসার নুয়ান থুসারাও নেই বুড়ো আঙুলের ইনজুরির কারণে। টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না তিনিও।