বলই করলেন না সাকিব, বাংলা টাইগার্সের বড় হার

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
টানা তিন জয়ে দারুণ ফর্মে ছিল বাংলা টাইগার্স মিসিসাগা। এবার সাকিব আল হাসানের দলকে মাটিতে নামিয়েছে ব্রাম্টন ওলভস। সাকিবের বাংলা টাইগার্সকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ব্রাম্পটন।
গতকাল শনিবার ব্রাাম্পটনের বোলারদের তোপে মাত্র ৭৯ রানে অলআউট হয়ে যায় বাংলা টাইগার্স। জবাবে ব্যাটিংয়ে নেমে ৫২ বল এবং ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে চলে যায় ব্রাম্পটন।

এইদিন ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হন সাকিব। ৬ বল খেলে মাত্র ৪ রান করে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে ফিরে যান তিনি। অল্প রানের পুঁজি নিয়ে এরপর আর বোলিং করার সাহসই পাননি তিনি।
অন্যদিকে বাংলাদেশের অন্যতম সেরা পেসার শরিফুল ইসলাম চলমান এই লিগে খুব ছন্দে থাকলেও এই ম্যাচে একেবারেই ম্লান ছিলেন। ৩ ওভার বোলিং করে তিনি খরচা করেন ২৫ রান। তবে ব্যাট হাতে দলটির দ্বিতীয় সর্বোচ্চ রান করেন তিনি।
৪ বলে দুটি ছক্কায় করেন ১২ রান। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে বাংলা টাইগার্সের দুই ওপেনার হজরতউল্লাহ জাজাই (৩ বলে ০) ও রহমানুল্লাহ গুরবাজ (১ বলে ০) ডাক মারেন। দলটির হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন ইফতেখার আহমেদ।
এ ছাড়া ১০ রান করেন ডেভিড ভিসে। এতে মাত্র ১৩ ওভারেই অলাআউট হয়ে যায় বাংলা টাইগাার্স। জবাবে ব্যাটিং করতে নেমে এক রানের মাথায় প্রথম উইকেট (কোব হার্ফট ৪ বলে ০) হারায় ব্রাম্পটন।
এরপর অধিনায়ক ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত এক ইনিংসে সহজ জয় পায় দলটি। ৩৩ বলে অপরাজিত ৪৪ রান করেন ওয়ার্নার। সঙ্গে বিউ ওয়েবস্টারের ১৫ বলে ২৩ রানের হার না মানা ইনিংস খেলেন।