promotional_ad

পার্লেই মিলার, কেপটাউনে থাকছেন রাবাদা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০-এর তৃতীয় মৌসুমের নিলামের আগে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিরা। গত আসরের মতো ২০২৫ মৌসুমেও পার্ল রয়্যালসেই থাকছেন থাকছেন অধিনায়ক ডেভিড মিলার, পেসার লুঙ্গি এনগিদি এবং পেস বোলিং অলরাউন্ডার আন্দিলে ফেহলুকায়ো।


সবশেষ মৌসুমে রুকি ক্যাটাগরি থেকে বাঁহাতি পেসার নুয়েনা মাফাকা এবং হুয়ান ড্রি প্রিটোরিয়াসকে দলে টেনেছিল পার্ল। নতুন আসরের আগে তাদেরকেও ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। এ ছাড়া ড্যান ভিলাস ইভান জোনস, উইয়ান লুব, ফেরিসকো অ্যাডামসও খেলবেন দলটির হয়েছে।



promotional_ad

জোবার্গ সুপার কিংস থেকে দায়ান গালিমকে ট্রেড করে ১১ জনের তালিকা প্রকাশ করেছে পার্ল। যার ফলে তাদেরকে ছাড়তে হয়েছে চায়নাম্যান স্পিনার তাবরাইজ শামসিকে। বিদেশি ক্র???কেটার এবং পূর্ণাঙ্গ স্কোয়াড নিলাম শেষে চূড়ান্ত করা হবে। গত মৌসুমে সেরা চারে উঠা পার্ল ৯ উইকেটে হেরে এলিমিনেটর থেকে বাদ পড়ে।


পার্লের মতো নিজেদের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে এমআই কেপটাউনও। অবশ্য ধরে রাখা ক্রিকেটারদের মাঝে খুব বেশি চমক নেই। প্রি-সাইনিংয়ে কেপটাউনে থাকছেন তারকা পেসার কাগিসো রাবাদা ও তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস।


ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় আছেন ব্যাটার রাসি ভ্যান ডার ডাসেন, রায়ান রিকেলটন, জর্জ লিন্ডে, ডেলানো পটজিটার, থমাস খাবের এবং কনর এস্টারহুজেন। যদিও বেউরান হেনড্রিক্স, ডুয়ান জেনসেন, গ্র্যান্ট রুয়েলফসেন এবং নিলান ভ্যান হারদিনকে ছেড়ে দিয়েছে তারা।



পার্ল রয়্যালস স্কোয়াড: ডেভিড মিলার, বিজর্ন ফরটুইন, লুঙ্গি এনগিদি, আন্দিলে ফেহলুকায়ো, মিচেল ভ্যান বারেন, কডি ইউসুফ, কেইথ ‍দুডজিওন, কাবা পিটার, নুয়েনা মাফাকা, হুয়ান ড্রি প্রিটোরিয়াস, দায়ান গালিম।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball