promotional_ad

বিশ্বকাপ বোনাসের ‘অতিরিক্ত’ ২.৫ কোটি নেবেন না দ্রাবিড়

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর নিজের জন্য বোনাসের অতিরিক্ত অর্থ নিতে অস্বীকার করেছেন রাহুল দ্রাবিড়। ভারতীয় গণমাধ্যম প্রকাশ করছে এমনই খবর। অতিরিক্ত আড়াই কোটি রুপি নিচ্ছেন না ভারতের সদ্য সাবেক হওয়া এই হেড কোচ।


রোহিত শর্মারা গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরই টিম ইন্ডিয়ার জন্য ১২৫ কোটি রুপির প্রাইজমানি ঘোষণা করেছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সেখানে দ্রাবিড়ের জন্য রাখা হয় পাঁচ কোটি রুপি।



promotional_ad

বিশ্বকাপের মূল দলে যে ১৫ জন ক্রিকেটার ছিলেন, তারা প্রত্যেকেই পাচ্ছেন ৫ কোটি টাকা করে। অপরদিকে দ্রাবিড়ের সহকারীরা প্রত্যেকের জন্য ধার্য করা হয় আড়াই কোটি রুপি। ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, ফিল্ডিং কোচ টি দিলীপ, বোলিং কোচ পরশ মাম্ব্রেরা পাচ্ছেন ২.৫ কোটি করে।


দ্রাবিড়ও তাই আড়াই কোটি রুপি নিচ্ছেন বলে জানা গেছে। অতিরিক্ত আড়াই কোটি রুপি তিনি নিতে চান না বলে বিসিসিআইক ইতোমধ্যে জানিয়েও দিয়েছেন।


বিসিসিআইয়ের এক সদস্য গণমাধ্যমকে বলেন, ‘বাকি সাপোর্ট স্টাফরা যে অর্থ পাচ্ছেন, রাহুলও একই পরিমাণ অর্থ দাবি করেছেন। আমরা ওর আবেগকে শ্রদ্ধা জানাই।’



গেল জুনেই ভারতের হেড কোচের পদে মেয়াদ শেষ হয় রাহুল দ্রাবিড়ের। সেই পদে গতকালই নিয়োগ দেয়া হয় গৌতম গম্ভীরকে। জানা গেছে, ভারতের হেড কোচ হিসেবে বছরে প্রায় ২০ কোটি রুপি পারিশ্রমিক পাবেন সাবেক এই ওপেনার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball