promotional_ad

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে আগের অবস্থানেই অস্ট্রেলিয়া

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে খেললেও দ্বিপাক্ষিক সিরিজে না অস্ট্রেলিয়ার। এমন দ্বিমুখী অবস্থান থেকে সরে এসে রশিদ খানদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলা উচিত বলে কদিন আগে মন্তব্য করেছিলেন উসমান খাওয়াজা। তবে নারী ক্রিকেট নিয়ে তালেবান সরকারের অবস্থান পরিবর্তন না হওয়ায় আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলা নিয়ে আগের অবস্থানেই রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।


২০২১ সালে তালেবান সরকার দেশের শাসন ব্যবস্থার দায়িত্ব নেয়ার পর আফগানিস্তানে নারী ক্রিকেট বন্ধ করে দেয়া হয়। যার ফলে আফগানিস্তান পুরুষ দলকে নিষিদ্ধ করার দাবিও উঠেছিল। কারণ টেস্ট খেলুড়ে দেশের নারী দল থাকা বাধ্যতামূলক। নারী ক্রিকেট বন্ধ করে দেয়ায় আফগানিস্তানের সাথে দ্বিপাক্ষিক খেলতে রাজি নয় অস্ট্রেলিয়া। বিশ্বকাপের মঞ্চে খেললেও দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে কঠোর অবস্থানে তারা।



promotional_ad

ইতোমধ্যে আফগানদের বিপক্ষে তিন দফা?? সিরিজ স্থগিত করেছে সিএ। ২০২১ সালে প্রথমবারের মতো অজিদের সঙ্গে টেস্ট খেলার সুযোগ ছিল রশিদ-রহমানুল্লাহ গুরবাজদের। তবে নারীদের মানবাধিকার লঙ্ঘনের কারণে সেই সময় সিরিজটি স্থগিত করা হয়। গত বছরেরর মার্চেও প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের সঙ্গে ওয়ানডে খেলার সুযোগ ছিল আফগানদের।


একই কারণে সেটিও স্থগিত করে অস্ট্রেলিয়া। তালেবান সরকারের অবস্থান পরিবর্তন না হওয়ায় আগামী আগষ্টের সূচিতে থাকা টি-টোয়েন্টি সিরিজও স্থগিত করে দিয়েছে সিএ। কদিন আগে শরণার্থী দল হিসেবে ক্রিকেট খেলার জন্য আইসিসির কাছে আকুতি জানিয়েছেন আফগানিস্তানের নারী ক্রিকেটাররা। এমন ঘটনার পর আরও একবার কথা বলে আফগানিস্তানকে নিয়ে নিজেদের অবস্থান পরিস্কার করেছে অজিরা।


এ প্রসঙ্গে সিএ’র প্রধান নির্বাহী নিক হকলি বলেন, ‘আমরা অস্ট্রেলিয়ান সরকারসহ সব অংশীদারের সঙ্গে কথা বলে মানবাধিকারবিষয়ক কারণে শেষ কয়েকটি সিরিজ স্থগিত করেছি। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক, নিয়মিত আলোচনা হয়। আমরা চাই পুরুষ ও নারীদের জন্য বিশ্বব্যাপী ক্রিকেটের উৎকর্ষ।’



তিনি আরও যোগ করেন, ‘আমরা বৈশ্বিকভাবে মেয়েদের ক্রিকেটের পক্ষে থাকব। আফগানিস্তানের বিপক্ষে খেলার যে প্রসঙ্গ, পরামর্শ করার পর মনে হয়েছে এটি এখন উপযুক্ত হবে না। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি এবং আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলার আশা করছি।’


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball