promotional_ad

শান্তর একাধিক সিদ্ধান্তে অবাক তামিম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে টানা দুই ম্যাচে হেরে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। সর্বশেষ ম্যাচে ভারতের কাছে ৫০ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। অবশ্য ব্যাটিং বান্ধব উইকেটে টসে জিতে বাংলাদেশের আগে বোলিংয়ের সিদ্ধান্তই ছিল বিস্ময়জাগানিয়া।


শান্তর এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন তামিম ইকবালও। এ ছাড়া তাসকিন আহমেদকে বসিয়ে জাকের আলীকে খেলানোর সিদ্ধান্তের কারণেও বেশ হতবাক হয়েছেন বাংলাদেশের এই ওপেনার। বাংলাদেশের একাধিক সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছেন তিনি।


ইএসপিএন ক্রিকইনফোর ম্যাচ পরবর্তী আলোচনায় তামিম বলেছেন, 'যখন দেখবেন আপনার ব্যাটাররা রান করছে, আপনি তখন ১৬০-১৭০ রান তাড়া করতে আত্মবিশ্বাসী হবেন। যখন কিনা আপনি জানেন আপনার ব্যাটাররা ধুঁকছে। আমার কাছে তখন অবাক লাগে আগে বোলিং নিতে দেখে। তাদের কিছু সিদ্ধান্ত আমাকে বিস্মিত করেছে।'



promotional_ad

তাসকিনকে না খেলানো বাংলাদেশের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত ছিল বলেও ধারণা তামিমের। তানজিম সাকিব বরাবরের মতো এই ম্যাচেও ভালো করেছেন। দুটি উইকেট নিয়েছেন তিনি। তামিম মনে করেন তাসকিন থাকলে আরও চাপে ফেলার সুযোগ ছিল বাংলাদেশের সামনে।


তিনি বলেন, 'আমি খুবই অবাক হয়েছি তাসকিন খেলেনি দেখে। দুই ওপেনারই বেশ কিছু রান করে ফেলেছিলো। একটা সময় তানজিম সাকিব দুই উইকেট নিল। তাসকিন যদি থাকত তাহলে বাড়তি চাপ দেওয়া যেত। আরও আক্রমণ করা যেত ভারতকে। আমরা জানি শিভম দুবে শর্ট বলের বিপক্ষে দুর্বল। তাসকিনের এই গতি ছিল তাকে থামানোর।'


রোহিত বরাবরই বাঁহাতি বোলারদের বিপক্ষে নড়বড়ে। বাংলাদেশেরও এই সুযোগ নেয়া দরকার ছিল। বাংলাদেশ চাইলে বাঁহাতি পেসার দিয়ে ইনিংস শুরু করাতো পারত বলে মনে করেন তামিম। এ ছাড়া তানজিমকে নতুন বলে বোলিং করার সুযোগ না দেয়ায় সমালোচনা করেছেন এই ওপেনার।


তামিম বলেছেন, 'সবাই জানে বাঁহাতি পেসারের বিপক্ষে রোহিত শর্মার দুর্বলতা আছে। বাঁহাতি বোলার পেলে তার মাথায় এটা কাজ করতে পারত। বাংলাদেশ বাঁহাতি পেসার দিয়ে আক্রমণ শুরু করতে পারত। তানজিম আগের ম্যাচে নতুন বলে ভাল করেছে। আজ তাকে শুরুতে আনা হয়নি। কেউ ভালো করার পরও সব কিছু বদলে ফেলা হলো কেন?'



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball