promotional_ad

শান্তর সিদ্ধান্তে প্রশ্ন তুলে সাকিব বললেন, প্রথমে ব্যাটিং করাটাই নিয়ম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ম্যাচের আগে হার্শা ভোগলে এবং সুনীল গাভাস্কার পিচ রিপোর্টে জানালেন, ব্যাটারদের জন্য খুব ভালো একটা উইকেট। ম্যাচ শেষে সাকিব আল হাসানও স্বীকার করলেন ব্যাটিং করার জন্য বেশ ভালো একটি উইকেট ছিল। রোহিত শর্মাও জানান, টস জিতলে তিনি ব্যাটিংই নিতেন। অথচ এমন দিনেও টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের অধিনায়কের এমন সিদ্ধান্তের ব্যাখ্যা জানতে চাইলে সাকিব বললেন, তার জন্য কঠিন। 


টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে বেশিরভাগ ম্যাচেই জয় পেয়েছে আগে ব্যাটিং করেছেন যারা। পরে ব্যাটিং করে বড় রান তাড়া করেছেন এবারের বিশ্বকাপে এমন পরিসংখ্যান নেই খুব বেশি। এখন পর্যন্ত বলার মতো দুটি ম্যাচের কথা বললে সেটি ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ এবং অন্যটি অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড। বাকি বেশিরভাগ ম্যাচেই বড় তাড়া করতে গিয়ে ভুগেছেন ব্যাটাররা।



promotional_ad

এমন উদাহরণ টেনে শান্তর সিদ্ধান্ত নিয়ে প্রশ্নও তুললেন সাকিব। তিনি বলেন, ‘আমাকে যদি জিজ্ঞেস করেন, ক্যারিবিয়ানে একটা বা দুটি ম্যাচেই (দলগুলো টসে জিতে পরে ব্যাটিং করেছে)…ইংল্যান্ড মনে হয় একটা ম্যাচে ১৮০ চেজ করেছে। নইলে প্রথমে ব্যাটিং করাটাই নিয়ম, দলগুলো এতে সফলও হচ্ছে। এটা মনে রাখলে হয়তো প্রথমে ব্যাটিং করলেই ভালো হতো। তবে অধিনায়ক ও কোচ হয়তো ভেবেছেন, ওদেরকে মোটামুটি একটা রানে আটকে রাখতে পারলে কাজটা সহজ হবে। কত রান করতে হবে, এটা জানা থাকবে।’


এদিকে অ্যান্টিগার ব্যাটিং উইকেটে টস জিতেও আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। যা হবার কথা ছিল শেষ পর্যন্ত হয়েছেও তাই। রোহিত এবং বিরাট কোহলি ভারতকে ঝড়ো একটা শুরু এনে দেন। বাকিটা সেরেছেন পান্ত, হার্দিক পান্ডিয়া এবং শিভাম দুবে। তাদের ব্যাটে ভর করেই ১৯৬ রানের বড় পুঁজি পায় ভারত। সাকিবের কাছে আগে বোলিং করার ব্যাখ্যা চাইলে তারকা অলরাউন্ডার বল ঠেলে দিয়েছেন অধিনায়ক ও কোচের কোর্টে।


এ প্রসঙ??গে সাকিব বলেন, ‘আমার জন্য ব্যাখ্যা করা কঠিন। অধিনায়ক ও কোচ সিদ্ধান্ত নিয়েছে কেন, কাকে বল করাবে। এটা ব্যাখ্যা করা কঠিন। উইকেট আরও ধীর হবে ভেবেছিলাম। উইকেট শুরুতে শুকনো ছিল। স্পিনারদের সহায়তা পাওয়া যাবে ভেবে অধিনায়ক এই সিদ্ধান্ত নিয়েছিল হয়ত। এটা ভালো ব্যাটিং উইকেট আমি বলব। ক্যারিবিয়ানে স্পিনারদের জন্য মাঝখানে বল করা পাওয়ারপ্লের চেয়ে একটু সহজ। নতুন বলে প্রত্যেক দল বড় রান করতে চায়। বল যত পুরনো হয় রান করা তত কঠিন হয়।’



কদিন আগেও তিন সংস্করণে বাংলাদেশের অধিনায়ক সাকিব। সবচেয়ে বেশি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা অলরাউন্ডার দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারও। সিনিয়র হিসেবে দলের সিদ্ধান্তের ক্ষেত্রে তার মতামত থাকে নিশ্চয়, এমন প্রশ্নে অবশ্য সিদ্ধান্ত নেয়ার সব কিছুর ক্ষমতা দিলেন অধিনায়ককে। তবে এটাও মনে করিয়ে দিলেন, ভালো করলে হয়ত তাদের সিদ্ধান্তের প্রশংসাই করা হতো।


সাকিব বলেন, ‘বিষয়টা অভিজ্ঞতা, সিনিয়র এসবের বিষয় না। এখানে যখন দলের একজন নেতা থাকবে, সিদ্ধান্ত তার। ভালো করলে অধিনায়কের কৃতিত্ব হতো। খারাপ করলে কোচ-অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলি। এটা খুবই স্বাভাবিক, যৌক্তিক। তবে এটাই খেলা। প্রথম ২ ওভারে ২ উইকেট নিয়ে নিলে মনে হতো খুব ভালো সিদ্ধান্ত হয়েছে। তখন মনে হয়েছে আগে ব্যাটিং করলে ভালো হতো।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball