এক হারে টুর্নামেন্ট শেষ হয়ে যায়নি: স্যামি

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
প্রথম রাউন্ডে টানা ৪ ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার এইটে জায়গা করে নেয় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শেষ আটে ইংল্যান্ডের বিপক্ষে বাস্তবতা দেখে স্বাগতিকরা। ইংলিশদের কাছে বড় হারের স্বাদ পায় রভম্যান পাওয়েলের দল।

শুধু হার বললে অবশ্য হবে না, সুপার এইটের শুরতেই উইন্ডিজরা পেয়েছে বড় হারের তেতো স্বাদ। তবে এমন হারে বিচলিত নন ড্যারেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ মনে করিয়ে দিলেন, সবকিছু এখনই শেষ হয়ে যায়নি। এখনও তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারে বলে বিশ্বাস তার।
দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী একমাত্র অধিনায়ক স্যামি মনে করেন, ব্যাটিং উইকেটে তার দলের ২৫ রান কম হয়েছে। স্যামি বলেন, এটা খেলার অংশ। এই হার আমাদের উদ্যম কমাতে পারবে না। আমরা এখনও বিশ্বাস করি, আমাদের এমন একটি দল আছে।'
পরের ম্যাচে বাংলাদেশ সময় আগামী শনিবার সকালে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়াতে চায় স্বাগতিকরা। যে কারণে এখনই টুর্নামেন্টে নিজেদের শেষ দেখতে নাজার স্যামি। এমনকি দলটির ভাগ্য তাদের হাতেই আছে বলে জানিয়েছেন তিনি।