এক হারে আমাদের টুর্নামেন্ট শেষ হয়ে যায়নি: স্যামি

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রথম রাউন্ডে টানা ৪ ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার এইটে জায়গা করে নেয় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শেষ আটে ইংল্যান্ডের বিপক্ষে বাস্তবতা দেখে স্বাগতিকরা। ইংলিশদের কাছে বড় হারের স্বাদ পায় রভম্যান পাওয়েলের দল। 


promotional_ad

শুধু হার বললে অবশ্য হবে না, সুপার এইটের শুরতেই উইন্ডিজরা পেয়েছে বড় হারের তেতো স্বাদ। তবে এমন হারে বিচলিত নন ড্যারেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ মনে করিয়ে দিলেন, সবকিছু এখনই শেষ হয়ে যায়নি। এখনও তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারে বলে বিশ্বাস তার।


সেন্ট লুসিয়ায় স্যামির নামের মাঠে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে উড়িয়ে দেয় ইংল্যান্ড। ফিল সল্টের ৪৭ বলে অপরাজিত ৮৭ রানের বিধ্বংসী ইনিংসে ১৮১ রানের লক্ষ্য ১৫ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে শিরোপাধারীরা।

দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী একমাত্র অধিনায়ক স্যামি মনে করেন, ব্যাটিং উইকেটে তার দলের ২৫ রান কম হয়েছে। স্যামি বলেন, এটা খেলার অংশ। এই হার আমাদের উদ্যম কমাতে পারবে না। আমরা এখনও বিশ্বাস করি, আমাদের এমন একটি দল আছে।'
 
'যারা এই বিশ্বকাপ জিততে পারে, ড্রেসিংরুমে যখন ছেলেদের সঙ্গে কথা বলব, তখন ঠিক এটাই বলব…আমরা বারবাডোজে যাব, সেখানে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিতব (আশা করি)। তারপর অ্যান্টিগায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ আছে' যোগ করেন তিনি। 

পরের ম্যাচে বাংলাদেশ সময় আগামী শনিবার সকালে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়াতে চায় স্বাগতিকরা। যে কারণে এখনই টুর্নামেন্টে নিজেদের শেষ দেখতে নাজার স্যামি। এমনকি দলটির ভাগ্য তাদের হাতেই আছে বলে জানিয়েছেন তিনি।
 
স্যামি বলেন, 'কেউ বলেনি কাজটা সহজ হবে। টুর্নামেন্টে দারুণ সব দল আছে। আজ আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলেছি এবং তারা আমাদের চেয়ে ভালো করেছে। কিন্তু তার মানে এই নয় যে, আমাদের টুর্নামেন্ট শেষ হয়ে গেছে। আমাদের ভাগ্য নিজেদের হাতেই আছে এবং আমরা বিশ্বাস করি, এই টুর্নামেন্টে আমরা জিততে পারব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball